চার টেরাবাইটের হার্ডড্রাইভ বাজারে

ওয়েস্টার্ন ডিজিটালের ৪ টেরাবাইট হার্ডড্রাইভ
ওয়েস্টার্ন ডিজিটালের ৪ টেরাবাইট হার্ডড্রাইভ

নজরদারির তথ্য সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি চার টেরাবাইটের হার্ডড্রাইভ দেশের বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের পার্পল সিরিজের এই হার্ডড্রাইভ নিরাপত্তার কাজে ব্যবহার করা যায়।
হার্ডড্রাইভ বিপণনকারী প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো জয়, যেকোনো সিকিউরিটি সিস্টেমে হার্ডড্রাইভটি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা যায়। এর ডেটা রিড ক্যাপাসিটি সাধারণ ডেস্কটপ হার্ডড্রাইভের চেয়ে প্রায় ছয় গুণ বেশি এবং রাইটিং ক্যাপাসিটি প্রায় দ্বিগুণ। হার্ডড্রাইভটির ক্যাশ মেমোরি ৬৪ মেগাবাইট।
হার্ডড্রাইভটির দাম ১৫ হাজার টাকা। এ ড্রাইভটিতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।