ভারতে ল্যাপটপ তৈরি করবে লেনোভো

লেনোভো ল্যাপটপ
লেনোভো ল্যাপটপ

ভারতে ল্যাপটপ তৈরির পরিকল্পনা করছে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। গত সোমবার লেনোভো ইন্ডিয়ার পরিচালক দিনেশ নায়ার এ পরিকল্পনার তথ্য জানান।

দিনেশ বলেন, পদুচেরি প্ল্যান্টে ইতিমধ্যে ডেস্কটপ তৈরি করা হচ্ছে। সেখানে ল্যাপটপ তৈরির সক্ষমতা ও সুবিধা আছে। লেনোভো এ বিষয়ে পরিকল্পনা নিয়ে এগোতে পারে।

ভারতে তৃতীয় বৃহত্তম পিসি বিক্রেতা প্রতিষ্ঠান এখন লেনোভো। বর্তমানে ভারতের বাজারে তরুণ ও ব্যবসায়ী ক্রেতাদের লক্ষ্য করে পুরো পোর্টফোলিওতে পরিবর্তন আনছে।
নায়ার বলেন, ভারতে লেনোভো ল্যাপটপ তৈরি হলে চীন থেকে আমদানি করার চেয়ে দুই মাস সময় বাঁচবে। এখন সব ল্যাপটপ চীন থেকে আসে। তথ্যসূত্র: পিটিআই।