নতুন নকশায় পেইন্ট অ্যাপ

.
.

উইন্ডোজ ১০ এর জন্য পেইন্ট অ্যাপটিকে নতুন করে সাজাচ্ছে মাইক্রোসফট। নতুন নকশায় বিখ্যাত এই পেইন্ট টুলটিকে শিগগিরই পাবেন উইন্ডোজ ১০ সফটওয়্যার ব্যবহারকারীরা।

অ্যাপ্লিকেশনটিতে পুরোনো সব ফিচারের পাশাপাশি থ্রিডি অবজেক্ট সমর্থন সুবিধা যুক্ত করছে মাইক্রোসফট। পেইন্ট প্রিভিউ ব্যবহারকারীরা থ্রিডি অবজেক্ট তৈরি করতে পারবেন। এর জন্য বিভিন্ন ধরনের মার্কার, আর্ট-টুল ও ব্রাশ যুক্ত করেছে মাইক্রোসফট। এসব টুল পেন ও টাচ বান্ধব হবে।

এ মাসের শেষ দিকে সারফেস ব্র্যান্ডের উইন্ডোজ চালিত পণ্যের ঘোষণা দেবে মাইক্রোসফট। এই অনুষ্ঠানে পেইন্টের নতুন সংস্করণটির ঘোষণা আসতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ