কোপাইলট প্রো আনল মাইক্রোসফট

কোপাইলট প্রোছবি: মাইক্রোসফট

গত বছরের নভেম্বরে মাইক্রোসফট অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়, যার মধ্যে কোপাইলট অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর আদলে তৈরি কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখার পাশাপাশি মিটিংয়ের আলোচনার বিষয়বস্তুর সারাংশও তৈরি করা সম্ভব। এবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাড়তি বেশ কিছু সুবিধা যুক্ত করে কোপাইলটের নতুন সংস্করণ ‘কোপাইলট প্রো’ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

কোপাইলট প্রো এর মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। এমনকি ওপেনএআইয়ের হালনাগাদ মডেলে (জিপিটি ৪, জিপিটি ৪ টার্বো) অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের পাশাপাশি নিজস্ব চ্যাটবট তৈরিরও সুযোগ মিলবে। বাড়তি সুবিধা পাওয়া গেলেও কোপাইলট প্রো ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২০ ডলার।

মাইক্রোসফটের তথ্যমতে, কোপাইলট প্রোতে লিখিত প্রম্পটের মাধ্যমে পাওয়ার পয়েন্টর প্রেজেন্টেশন স্লাইড তৈরি, বিভিন্ন তথ্য সম্পাদনার পাশাপাশি নথির সারাংশও দেখা যাবে। চাইলে আউটলুকে আসা ইমেইলর উত্তর দেওয়াসহ প্রয়োজনীয় ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখে নেওয়া যাবে। এ ছাড়া এক্সেলে তথ্য বিশ্লেষণ, গ্রাফ তৈরিসহ বিভিন্ন কাজও করা যাবে।  

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস