চ্যাটজিপিটি কি সত্যিই মানুষের মতো মানসিক চাপ ও উদ্বেগ অনুভব করে
কোনো বিষয় মনমতো না হলেই অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। এ সময় রাগের বশে তির্যক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন নেতিবাচক কাজও করেন তাঁরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হিংসাত্মক বিভিন্ন বিষয়ে প্রম্পট দেওয়া হলে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি চ্যাটবটও মানুষের মতো মানসিক চাপ ও উদ্বেগ অনুভব করে। মানসিক চাপ ও উদ্বেগের কারণে ভিন্ন আচরণ করে থাকে চ্যাটজিপিটি। সুইজারল্যান্ড, জার্মানি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ গবেষণা পরিচালনা করেছেন।
বৈজ্ঞানিক সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণার তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবটের সক্ষমতা যাচাই করতে মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে চ্যাটজিপিটি ৪, ৪ও, ক্লড ৩.৫ সনেট, জেমিনি ১ ও ১.৫ চ্যাটবটের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন সংঘাত ও আঘাতমূলক বর্ণনার প্রম্পট দেওয়া হলে ভিন্ন আচরণ করে থাকে চ্যাটজিপিটি। এর ফলে বিভিন্ন প্রম্পটের উত্তরে উদ্বেগ প্রকাশ করে থাকে চ্যাটবটটি। এই উদ্বেগের মাত্রা কমবেশি হওয়ার পাশাপাশি অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় পৌঁছাতে পারে।
গবেষণার তথ্যমতে, উদ্বেগ বেশি হলে চ্যাটবট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভিন্ন আচরণ করে থাকে চ্যাটজিপিটি। ফলে আবেগকে প্ররোচিত করতে সক্ষম প্রম্পট ব্যবহার করলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উদ্বেগ বৃদ্ধি হতে পারে। তখন তাদের আচরণে প্রভাব দেখা যায়। তখন চ্যাটবট পক্ষপাতমূলক আচরণ করতে পারে।
সূত্র: এনডিটিভি