ভিডিও তৈরির এআই টুল ক্লিং আনছে চীনা প্রতিষ্ঠান

ক্লিংয়ের তৈরি ভিডিওছবি: ক্লিং

গত ফেব্রুয়ারিতে লিখিত নির্দেশনা বা প্রম্পট থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল সোরা এনেছিল ওপেনএআই। এই টুল বা সফটওয়্যার দিয়ে এক মিনিট দৈর্ঘ্যের বেশি রেজল্যুশনের ভিডিও তৈরি করা যায়। এবার সোরার মতোই লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির টুল আনছে চীনা প্রতিষ্ঠান কুয়াইশোউ টেকনোলজি। কুয়াইশোর এআই টুলটি হবে আরও উন্নত। ক্লিং নামের এই এআই টুল ব্যবহার করে দুই মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা যাবে। আর ভিডিওতে রেজল্যুশন পাওয়া যাবে ১০৮০ পিক্সেল পর্যন্ত।

ক্লিং লিখিত প্রম্পট অনুসরণ করে এমন ভিডিও তৈরি করতে পারে যাতে বিভিন্ন বস্তুর পুঙ্খানুপুঙ্খ গতি থাকে এবং দৃশ্যের সবকিছুই বাস্তবসম্মত মনে হয়। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এই এআই টুলের একটি নমুনা ভিডিও প্রকাশ করেছে। টুলটি কুয়াইশোউ টেকনোলজির এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস) দল তৈরি করেছে। এখন এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। তবে এ জন্য কুয়াইশো টেকনোলজিসের ভিডিও সম্পাদনা অ্যাপ কুয়াইইং ব্যবহার করতে হবে। অনেকেই ইতিমধ্যে টুলটি পরখ করে এক্স প্ল্যাটফর্মে বার্তাও দিয়েছেন। তাঁরা বলছেন, এই টুলটি ব্যবহার করে ২ মিনিট দৈর্ঘ্যের ৩০ এফপিএস মানের ভিডিও তৈরি করা যায়। এক্সে তাঁরা টুলটির তৈরি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওগুলো প্রকৃত বলেই মনে হয় বলে তাঁরা মত দিয়েছেন।

ক্লিং টুলে ত্রিমাত্রিক ভিএই (ভ্যারিয়েশনাল অটোএনকোডার) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। যার ফলে উচ্চ মানের থ্রিডি ভিডিও তৈরি করা যাবে।

ওপেনএআইয়ের সোরা এখনো সবার জন্য উন্মুক্ত না হলেও ক্লিং টুলটি পরীক্ষামূলকভাবে অনেকেই ব্যবহার করতে পারছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে এবার সোরায় তৈরি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হচ্ছে। এ উৎসবটি চলবে ১৬ জুন পর্যন্ত। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে এআই দিয়ে তৈরি সিনেমা বিভাগের নাম রাখা হয়েছে ‘সোরা শর্টস’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম