কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানে ‘টার্মিনেটর’ নির্মাতা জেমস ক্যামেরন

জেমস ক্যামেরনরয়টার্স

১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য টার্মিনেটর’ সিনেমা দেখেছেন অনেকেই। জেমস ক্যামেরনের চিত্রনাট্য ও পরিচালনায় সেই সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্কাইনেট নামের একটি কাল্পনিক এআইয়ের সন্ধান পাওয়া যায়, যেটি পুরো মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। কাল্পনিক সেই এআইয়ের স্রষ্টা জেমস ক্যামেরন এবার বাস্তব জীবনেও এআই প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ‘স্ট্যাবিলিটিএআই’-এর পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে আরও জটিল কাজে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ করবেন জেমস ক্যামেরন। কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআইকে কার্যকর করতেও কাজ করবেন তিনি। এ বিষয়ে জেমস ক্যামেরন বলেন, ‘আমি আমার কর্মজীবন অতিবাহিত করেছি উদীয়মান প্রযুক্তির সন্ধানে। আমি অসম্ভবের সীমানাকে ঠেলে দিয়ে অবিশ্বাস্য গল্প বলার চেষ্টা করেছি। তিন দশকের বেশি আগে আমি সিজিআই নিয়ে কাজ করেছি। এখন জেনারেটিভ এআই ও সিজিআই ইমেজ নতুনভাবে এগিয়ে চলছে।’

জেমস ক্যামেরন স্পেশাল ইফেক্ট ব্যবহারের জন্য আলোচিত। তাঁর ‘অ্যাভাটার’ সিনেমা সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের একটি। জেমস ক্যামেরন ২০২২ সালের ‘অ্যাভাটার’ সিকুয়েল সিনেমা ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এ বিশেষ দৃশ্য তৈরিতে এআই ব্যবহার করেছিলেন।

স্ট্যাবিলিটিএআই স্ট্যাবল ডিফিউশন তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহারকারীর টেক্সট প্রম্পটের ওপর ভিত্তি করে ছবি তৈরি করতে পারে। স্ট্যাবল ভিডিও ডিফিউশনের মাধ্যমে ভিডিও তৈরি করতে সুবিধা দিচ্ছে স্ট্যাবিলিটিএআই। এই প্রযুক্তিকে আরও বিকাশের জন্যই কাজ করবেন জেমস ক্যামেরন।
সূত্র: বিবিসি