অ্যাপল ইন্টেলিজেন্স আসার অপেক্ষা বাড়ল

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপল ইন্টেলিজেন্সের ঘোষণা দেওয়া হয়েছেছবি: অ্যাপল ডটকম

অ্যাপল ইন্টেলিজেন্স আসার সময় আরও পেছাল। এমনকি আইফোন ও আইপ্যাডের জন্য নতুন যে অপারেটিং সিস্টেম আসছে, তাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সুবিধা যুক্ত হচ্ছে না। ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে আজ শনিবার থেকে আইওএস ১৮.১, আইপ্যাডওএস ১৮.১ ও ম্যাকওএস ১৮.১–এর বেটা সংস্করণে ডেভলপাররা অ্যাপল ইন্টেলিজেন্স পরখ করতে পারছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী অক্টোবরে নতুন হালনাগাদে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা আসতে পারে। সেপ্টেম্বরে উন্মোচন হতে যাওয়া আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ অপারেটিং সিস্টেমে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ার কথা ছিল। তবে এখন আরও এক মাস পিছিয়ে অক্টোবরে অ্যাপল ইন্টেলিজেন্স উন্মুক্ত হবে বলে জানা গেছে। অবশ্য সফটওয়্যার ডেভলপাররা প্রথমবারের মতো অ্যাপল ইন্টেলিজেন্স পরখ করে দেখতে পারবেন।

চূড়ান্ত উন্মোচনের আগে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের অভিজ্ঞতা ও মতামত দেবেন ডেভেলপাররা। আইওএস ১৮.১, ম্যাকওএস ১৫.১ এবং আইপ্যাডওএস ১৮.১ বেটা সংস্করণে অ্যাপল ইন্টেলিজেন্স পরখ করার সুযোগ পাচ্ছেন ডেভেলপাররা। ডেভেলপার অ্যাকাউন্ট থেকে সফটওয়্যার হালনাগাদ করার পর যন্ত্রের সেটিংসে গিয়ে অ্যাপল ইন্টেলিজেন্স অপশন পাওয়া যাবে। সেখান থেকে অপেক্ষমাণ তালিকায় যুক্ত হতে হবে। এরপর এ তালিকা থেকে পর্যায়ক্রমে অ্যাপল ইন্টেলিজেন্স পরখ করার সুযোগ পাবেন ডেভেলপাররা। চলতি বছরের জুনে আইফোন ও অন্যান্য যন্ত্রের জন্য এআই প্রযুক্তির নতুন অনেক সুবিধা চালু করে অ্যাপল।

অ্যাপল ইন্টেলিজেন্স সর্বশেষ মডেলের আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ সুবিধা ব্যবহার করা যাবে। পাশাপাশি এম১ চিপসহ আইপ্যাড ও ম্যাকওএস এবং তার পরবর্তী সংস্করণে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে। এ ছাড়া এ সুবিধা এখন শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে প্রযুক্তিটি। এ জন্য চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহযোগিতা নেওয়া হবে। অ্যাপল ইন্টেলিজেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লেখা ও যোগাযোগকে। শুধু তা-ই নয়, ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। ফলে সিরি বর্তমানের তুলনায় আরও শক্তিশালী হবে বলে দাবি করেছে অ্যাপল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনগ্যাজেট