লেখা ও ছবি দিয়ে ভিডিও তৈরির এআই টুল আনছে অ্যাডোবি

অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও মডেল এআই টুলঅ্যাডোবি

লিখিত প্রম্পট এবং ছবি দিয়ে ভিডিও তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে অ্যাডোবি। ‘অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও মডেল’ নামের এই টুল দিয়ে ছবি ও লিখিত প্রম্পট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যাবে। টুলটির পরীক্ষামূলক সংস্করণ শিগগিরই উন্মুক্ত করা হবে।

অ্যাডোবির তথ্যমতে, জেনারেটিভ এআই টুলটি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে যুক্ত করা হবে। টুলটি ভিডিও তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই মেধাস্বত্বহীন আধেয় ব্যবহার করে পছন্দের ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, তৈরি করা ভিডিও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীনও হতে হবে না।

লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির টুলটি ব্যবহার করে ভিডিওর অ্যাঙ্গেল, মোশন ও জুমও নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে ভিডিও সম্পাদনার সময় স্থির ছবি থেকে চাইলেই বিভিন্ন ধরনের ভিডিও তৈরির সুযোগ মিলবে। শুধু তা–ই নয়, ইমেজ টু ভিডিও কনভারটার সুবিধা থাকায় ছবি বা ইলাস্ট্রেশনকেও ভিডিওতে রূপান্তর করা যাবে।

ফায়ারফ্লাইয়ের পাশাপাশি প্রিমিয়ার প্রোতেও জেনারেটিভ এআই টুল যুক্ত করছে অ্যাডোবি। টুলটি চালু হলে যেকোনো ছবির ক্যানভাসের আকার বাড়ানোর পাশাপাশি ভিডিওর পটভূমি পরিবর্তন করা যাবে। এর ফলে অ্যাডোবি ব্যবহারকারীরা অন্য কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার না করেই ভালোমানের ভিডিও তৈরির সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস