মাইক্রোসফটের কোপাইলটে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, ছবি তৈরির পাশাপাশি লিখিত প্রম্পটের মাধ্যমে আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখাসহ বৈঠকের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করা সম্ভব। এবার স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার সুযোগও মিলবে কোপাইলটে। এ জন্য কোপাইলটের ইন্টারফেস পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি সম্পাদনার টুল চালু করেছে মাইক্রোসফট।
এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, নতুন ইন্টারফেসে একেবারে ওপরে কোপাইলটের লোগো যুক্ত করা হয়েছে। এর নিচেই ছবির ক্যারোসেলসহ কিছু সাজেস্টেড প্রম্পট দেখা যাবে। এটি ব্যবহারকারীকে বিভিন্ন প্রম্পট লিখতে সাহায্য করবে। ক্যারোসেল সোয়াইপ করে ছবিসহ সাজেস্টেড প্রম্পটের বিভিন্ন অপশন ব্যবহার করা যাবে। এ ছাড়া ‘ডিজাইনার’ নামের এআই টুলের মাধ্যমে কোপাইলট দিয়ে তৈরি ছবি পুনরায় সম্পাদনা করা যাবে। অর্থাৎ ছবির যেকোনো অংশকে হাইলাইট করার পাশাপাশি আলো বা রং পরিবর্তনসহ পটভূমি ঝাপসা করা যাবে। বিনা মূল্যে এ সুবিধা ব্যবহারের সুযোগ থাকায় কোপাইলটের মাধ্যমে সহজেই নিজেদের পছন্দমতো ছবি তৈরি করা যাবে।
উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৪ প্রযুক্তিতে চলা কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে কোপাইলট চালুর পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাই সম্প্রতি অর্থের বিনিময়ে ‘কোপাইলট প্রো’ সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। তবে নতুন সুবিধাগুলো কম্পিউটার ব্যবহারকারীদের পাশাপাশি স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০ ডটকম