সান ডিয়াগোতে শতাধিক কর্মীসহ এআই দল বন্ধ করছে অ্যাপল

অ্যাপলরয়টার্স

যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে ১২১ জন কর্মীসহ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) একটি দল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল ইনকরপোরেটেড। ফলে অনেক কর্মীর অ্যাপল থেকে চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

ডেটা অপারেশনস অ্যানোটেশনস নামের এই দলের কর্মীদের গত বুধবার জানানো হয়, তাঁদের অস্টিনে স্থানান্তর করা হবে। এর ফলে টেক্সাসে থাকা একই দলে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সেখানকার কর্মীরা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

অ্যাপল সান ডিয়াগোর অফিস কর্মীদের জানিয়েছে, তাঁরা ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন। এর মধ্যেই তাঁদের সিদ্ধান্ত নিতে হবে যে তাঁরা অস্টিনে যেতে আগ্রহী কি না। যাঁরা যেতে আগ্রহী হবেন না, তাঁরা এপ্রিলের ২৬ তারিখের পর চাকরি হারাবেন। সান ডিয়াগোর এই দলের ভারত, চীন, আয়ারল্যান্ড এবং স্পেনেও অফিস রয়েছে। তাঁরা মূলত সিরির কণ্ঠসেবা উন্নয়নে কাজ করেন।

অ্যাপলের এক মুখপাত্র সান ডিয়াগোর কর্মীদের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অস্টিনের মূল প্রাঙ্গণে অস্টিনের কর্মীদের নিয়ে আসা হবে। এখানে প্রায় সব দলই কাজ করে। সান ডিয়াগোর সবাই অস্টিনেও কাজের সুযোগ পাবেন।

এর আগে সান ডিয়াগোর কর্মীদের একই শহরে স্থানান্তরের কথা জানিয়ে প্যাকিং বক্স দেওয়া হয়। এখন বলা হচ্ছে, সান ডিয়াগোর অন্য স্থানে নয়, বরং তাঁদের স্থানান্তর করা হবে অস্টিনে। জানা গেছে, অধিকাংশ কর্মী অস্টিনে আসার বিষয়ে আগ্রহী হচ্ছেন না। যাঁরা স্থানান্তরিত হতে চাইবেন, তাঁদের সাত হাজার ডলারের স্থানান্তর ভাতাও দেবে অ্যাপল। যাঁরা অস্টিনে যেতে আগ্রহী হবেন না, তাঁদের পদ বিলুপ্ত করে চার সপ্তাহের পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া তাঁরা ছয় মাসের স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

সান ডিয়াগোর কর্মীরা হিব্রু, ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, আরবি ও ফরাসি ভাষার একাধিক উপভাষায় সিরি ব্যবহার অভিজ্ঞতা উন্নত করতে কাজ করেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, অ্যাপলে ১ লাখ ৬১ হাজার কর্মী কাজ করেন।

সূত্র: গ্যাজেটস নাউ