আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড আগামী ৯ থেকে ১৫ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবেস্ক্রিনশট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আগ্রহী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ। ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক এ প্রতিযোগিতা আগামী ৯ থেকে ১৫ আগস্ট বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে। বুলগেরিয়ার বেসরকারি অলাভজনক সংস্থা লেরাই ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দলগতভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং ও কম্পিউটার ভিশন বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল গঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

বিডিওএসএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাঁদের দক্ষতা যাচাই করা হবে। আর তাই বাংলাদেশ থেকে দক্ষ শিক্ষার্থীদের বাছাই করার জন্য আগামী ৩ মে থেকে অনলাইনে অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করা হবে। বাংলাদেশ পর্বে পাইথন প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে। বাছাইপর্বে বিজয়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পর ২০ মে চূড়ান্ত দল গঠন করা হবে। দলটি আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের বিষয়ে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে মে মাসের মধ্যে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। বাংলাদেশ পর্বের এই অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই পাইথন ব্যবহার করে এআইনির্ভর কিছু কাজ করার দক্ষতা থাকতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ পর্বের নিবন্ধন শুরু হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে বাংলাদেশ পর্বের জন্য নিবন্ধন করে যাবে। আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায়