হালনাগাদ চ্যাটজিপিটি অঙ্ক শেখাতে পারে, আবার খুনসুটিও করতে পারে

চ্যাট জিপিটির নতুন মডেল ‘শুনতেও’পায়ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির সবশেষ সংস্করণ এনেছে ওপেনএআই। এই সংস্করণকে বলা হচ্ছে জিপিটি ৪ও। চ্যাটজিপিটির সব ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বিনা খরচেও জিপিটি ৪ও ব্যবহারের সুযোগ রয়েছে।

আগের মডেলগুলোর তুলনায় চ্যাটবটটির এ মডেলের প্রোগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারের সময় এটিকে সক্রিয় মনে হয়। ফলে নির্দেশ বা প্রম্পট দেওয়ার পর সক্রিয় উত্তর দিতে পারবে মডেলটি। এমনকি প্রম্পটকারীর সঙ্গে খুনসুটি করার মতো বুদ্ধিমত্তাও রয়েছে।

নতুন এ সংস্করণ ছবি দেখে বুঝতে পারে, সে প্রসঙ্গে আলোচনা করতে পারে। ভিন্ন ভাষা অনুবাদ করতে পারে। অভিব্যক্তি অনুযায়ী আবেগও বুঝতে পারে। এ ছাড়া এ মডেল স্মৃতি ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীর আগের নির্দেশনাও মনে রাখতে পারে। সাধারণ কথোপকথনের ঢঙ্গে এ মডেল প্রত্যুত্তর দেয়। এমনকি কথোপকথন থামিয়ে প্রসঙ্গের অবতারণা করতে পারে। প্রম্পটের উত্তর দেওয়ার জন্য খুব বেশি সময়ও নেয় না মডেলটি।

ত্রুটিও রয়েছে

জিপিটি ৪ও-এর ভয়েস সংস্করণ ব্যবহার করে সরাসরি একটি নমুনা দেখানো হয়েছে। তাতে দেখা যায়, কাগজে কোনো হিসাব থাকলে তা কীভাবে সমাধান করতে হয়, তার পরামর্শ দিয়েছে মডেলটি, তবে এই হিসাবের সমাধান করেনি। মডেলটি কিছু প্রোগ্রামিং সংকেত বিশ্লেষণ করেছে। ইতালীয় ও ইংরেজি ভাষা অনুবাদ করেছে। এ ছাড়া হাসিমাখা মুখের সেলফি দেখে এই ব্যক্তির অভিব্যক্তি শনাক্ত করেছে। একজন মার্কিন নারীর উষ্ণ কণ্ঠ ব্যবহার করে ব্যবহারকারীকে শুভেচ্ছাও জানিয়েছে মডেলটি। কুশলাদি বিনিময় করেছে। মডেলের প্রশংসা করলে লজ্জা পাচ্ছে বলে তাকে থামিয়েও দেয়।

এ নমুনায় ভুলও করেছে মডেলটি। হাসিমাখা মুখের ছবিকে একপর্যায়ে কাঠের তল ভেবে ভুল করে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়নি এমন হিসাবেরও সমাধান করে। এসব ত্রুটির ফলে মডেলটিকে আপাতদৃষ্টিতে অনিরাপদ মনে হয়। এমনকি মডেলটি হাসির খোরাকও জোগায়।

কিছু ত্রুটি থাকলেও জিপিটি ৪ও পরবর্তী প্রজন্মের এআই ডিজিটাল সহকারী হওয়ার পথ দেখায়। এমনকি ওপেনএআইয়ের দূরদর্শিতাও বোঝা যায়। জিপিটি ৪ও অনেকটা সিরি ও হেই গুগলের মতো কাজ করে। প্রম্পটকারীর পূর্ববর্তী প্রম্পট ইতিহাস মনে রাখার পাশাপাশি লেখা ও বলা কথার প্রত্যুত্তর দিতে পারে।

এআই নিয়ে এই উচ্ছ্বাসের সঙ্গে এ প্রযুক্তির পরিবেশগত দিক নিয়ে শঙ্কাও জাগায়। কারণ, সাধারণ কাজের জন্য কম্পিউটারের যে পরিমাণ শক্তির খরচ হয়, সে তুলনায় এআইয়ে বেশি শক্তির প্রয়োজন।

লেখা, অডিও, ছবির নির্দেশনা

ইলন মাস্কের গ্রোক ও ডিপমাইন্ডের পি এখনো তাদের চ্যাটবটের ‘পার্সোনালিটি’কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আর অন্যদিকে জিপিটি ৪ও মডেলে একই সঙ্গে লেখা, অডিও, ছবির নির্দেশ যুক্ত করা হয়েছে এবং অন্য চ্যাটবটের তুলনায় এটি দ্রুত সাড়াও দিতে পারে।

যদি তাদের নমুনা প্রদর্শন খুবই নিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে, যাতে মডেলের উৎকর্ষতা দেখানো যায়। তবে কোটি মানুষ যখন মডেলটি ব্যবহার করবে, তখন এর কার্যকরিতা বোঝা যাবে। এদিকে ওপেনএআইয়ের সঙ্গে অ্যাপলের একটি চুক্তি নিয়ে আলেচনা চলছে। যার ফলে আইফোনে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। যদিও এটি এখনো চূড়ান্ত নয়।

সূত্র: বিবিসি