ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিন আনার গুঞ্জন, যা বললেন অল্টম্যান

নতুন সার্চ ইঞ্জিন চালুর কথা অস্বীকার করেছেন স্যাম অল্টম্যানছবি: এএফপি

সম্প্রতি ইন্টারনেট-দুনিয়ায় গুঞ্জন উঠেছে, গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন সার্চ ইঞ্জিন চালু করতে পারে প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এবার এ বিষয়ে মুখ খুললেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এমন দাবির বিষয়টিকে অস্বীকার করেছেন তিনি। অল্টম্যান জানিয়েছেন, গুগলের আইও সম্মেলনের আগের দিন অনুষ্ঠেয় ওপেনএআইয়ের বিশেষ আয়োজনে চ্যাটজিপিটি ও জিপিটি ৪ নিয়ে নতুন ঘোষণা আসতে পারে।

চলমান গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন স্যাম অল্টম্যান। তিনি লিখেছেন, ‘জিপিটি-৫ বা সার্চ ইঞ্জিন নয়, আমরা নতুন কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার ধারণা, সবাই এটি পছন্দ করবেন। এটা আমার কাছে ম্যাজিকের মতো।’

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সময় অনুযায়ী আগামী সোমবার সকাল ১০টায় ওপেনএআইয়ের বিশেষ আয়োজন ওপেনএআই ডটকম থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সেখানে চ্যাটজিপিটি ও জিপিটি-৪-এর হালনাগাদের কিছু নমুনা দেখানো হবে।

এর আগে এক্সে দেওয়া এক বার্তায় প্রযুক্তি বিশ্লেষক জিমি অ্যাপল জানিয়েছেন, গুগলের আইও সম্মেলন হবে ১৪ মে। এর আগেই একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন সার্চ ইঞ্জিনের ঘোষণা দিতে পারে ওপেনএআই। জিমি অ্যাপল তখন জানান, গত জানুয়ারি থেকেই মে মাসে অনুষ্ঠান আয়োজনের জন্য কাজ করছে ওপেনএআই। এমনকি গত মাসে ৫০টির বেশি সাবডোমেইন চালুর পাশাপাশি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য একজন ব্যবস্থাপককেও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: লাইভমিন্ট