আর্জেন্টিনায় অপরাধের পূর্বাভাস দেবে এআই
স্টিভেন স্পিলবার্গের বিখ্যাত সিনেমা ‘মাইনরিটি রিপোর্ট’ দেখেছেন অনেকেই। সেই সিনেমায় টম ক্রুজ জন এন্ডারটন চরিত্রে অভিনয় করেন। তার কাজ ছিল ভবিষ্যতের অপরাধ ও অপরাধীদের খুঁজে বের করা। ২০০২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন ঘরানার সিনেমাটির ঘটনা এত দিন কল্পবিজ্ঞান মনে হলেও এবার অপরাধের পূর্বাভাস পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার নিরাপত্তা বাহিনী।
আর্জেন্টিনার নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, অতীতের অপরাধবিষয়ক তথ্য মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে অপরাধের পূর্বাভাস দেবে এআই। মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ, ফেডারেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে সহজেই যেকোনো হুমকি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
নির্দিষ্ট ব্যক্তির চেহারা শনাক্ত করে তার কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করবে এআই। এর পর সেই ব্যক্তির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে ধারণা দেবে। যদিও এ প্রযুক্তির ব্যবহার নিয়ে মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর্জেন্টিনার নির্বাহী পরিচালক মারিলা বেলস্কি বলেন, বড় আকারের এমন নজরদারির উদ্যোগ মতপ্রকাশের স্বাধীনতাকে প্রভাবিত করবে। এ প্রযুক্তির কারণে সমালোচনা করতে মানুষ বিরত থাকবে। ফলে ব্যক্তি পর্যায়ে মতপ্রকাশ নিরুৎসাহিত হবে।
আর্জেন্টিনার সেন্টার ফর স্টাডিজ অন ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকসেস টু ইনফরমেশন জানিয়েছে, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের সম্পর্কে তথ্য জানতে আগে থেকেই বিভিন্ন দেশ এআই প্রযুক্তি নানাভাবে ব্যবহার করছে। এতে ব্যক্তিদের গোপনীয়তা হুমকির সম্মুখীন হয়।
সূত্র: ডেইলি মেইল ও সিবিএস নিউজ