গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মোডে শিক্ষার্থীদের জন্য একাধিক নতুন সুবিধা
শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোডে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। সুবিধাগুলো চালুর পর এক ঘোষণায় গুগল জানিয়েছে, এখন থেকে কম্পিউটারে এআই মোড ব্যবহারকারী ব্যক্তিরা ছবি আপলোড করে সেই ছবির বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবেন। ফলে গণিতের জটিল সমস্যা সমাধানের পাশাপাশি কোনো উদ্ভিদের ছবি বা বস্তুর নির্দিষ্ট অংশ এআইয়ের সাহায্যে সহজেই বিশ্লেষণ করতে পারবেন শিক্ষার্থীরা। সুবিধাটি গত এপ্রিলে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এবার তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
গুগলের তথ্যমতে, নতুন সুবিধাগুলোর পাশাপাশি এআই মোডে শিগগিরই রিয়েল টাইম ক্যামেরা শেয়ারিং করা হবে। এ সুবিধা চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো ব্যক্তি স্মার্টফোনের ক্যামেরা চালু করে যেকোনো দৃশ্যের বিষয়ে মৌখিকভাবে প্রশ্ন করতে পারবেন। গুগলের বিদ্যমান ‘সার্চ লাইভ’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই সুবিধা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এআই মোড ল্যাবসে নিবন্ধন করা ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, ভবিষ্যতে এআই মোডে পিডিএফ ফাইল আপলোড এবং গুগল ড্রাইভ থেকে প্রয়োজনীয় নথি ড্রাগ করার সুবিধাও যুক্ত হবে। এতে শিক্ষার্থীরা তাঁদের নিজের সংরক্ষিত পাঠ্যসামগ্রী নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারবেন।
গুগল তাদের ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সারাংশ দেখার নতুন সুবিধাও চালু করতে যাচ্ছে। সুবিধাটি চালু হলে ব্রাউজারের ওয়েব ঠিকানা বারে ক্লিক করলে ‘আসক গুগল অ্যাবাউট দিস পেজ’ এমন একটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী সেটি নির্বাচন করলেই সংশ্লিষ্ট ওয়েবপেজের সারসংক্ষেপ ব্রাউজারের সাইডবারে দেখতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ