ইনস্টাগ্রামে বার্তা লিখে দেবে এআই টুল

ইনস্টাগ্রামপেক্সেলস

ছবি ও ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রামে নিয়মিত বার্তাও আদান-প্রদান করেন অনেকে। তবে ব্যস্ততার কারণে অনেক সময় চাইলেও সময়মতো গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো সম্ভব হয় না। ফলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এ সমস্যা সমাধানে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার টুল যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

‘রাইট উইথ এআই’ নামের টুলটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে। ফলে ব্যস্ততার সময়ে দ্রুত পরিচিতদের বার্তা পাঠাতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। বর্তমানে এআই টুলটির কার্যকারিতা পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। এ বিষয়ে ইনস্টাগ্রাম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) নতুন টুলটির একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন অ্যাপ–গবেষক আলেসান্দ্রো পালুজ্জি। তিনি জানান, এআই প্রযুক্তির মাধ্যমে বার্তা লেখার সুবিধা চালুর জন্য কাজ করছে ইনস্টাগ্রাম। গুগলের মেসেজেস অ্যাপে থাকা ম্যাজিক কম্পোজ টুলের আদলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে টুলটি।

আরও পড়ুন

গুগলের মেসেজেস অ্যাপে ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো বার্তাগুলোর তথ্য পর্যালোচনা করে নতুন করে পুরো বার্তা লিখে দেয় ম্যাজিক কম্পোজ টুল। স্বয়ংক্রিয়ভাবে লেখা বার্তাগুলো পাঠানোর আগে সম্পাদনাও করা যায়। ফলে ভুল বার্তা পাঠানোর কোনো সম্ভাবনা নেই। ইনস্টাগ্রামেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে নাগাদ টুলটি চালু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: নিউজ ১৮ ডটকম