চ্যাটজিপিটি ব্যবহার করে নজরদারি, চীনের একাধিক অ্যাকাউন্ট বন্ধ করল ওপেনএআই

চ্যাটজিপিটিরয়টার্স

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। কিন্তু চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর চীনবিরোধী আন্দোলনের তথ্য সংগ্রহ করার অভিযোগে চীনে ব্যবহৃত একাধিক চ্যাটজিপিটি অ্যাকাউন্ট বন্ধ করেছে ওপেনএআই।

ওপেনএআইয়ের তথ্যমতে, নিষিদ্ধ অ্যাকাউন্টগুলো চ্যাটজিপিটি ছাড়া মেটার লামা মডেলসহ অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলও ব্যবহার করে। পাশাপাশি অ্যাকাউন্টগুলো ‘চিয়ান্যু ওভারসিজ পাবলিক ওপিনিয়ন এআই অ্যাসিস্ট্যান্ট’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যারটি চীনের বিভিন্ন সংস্থা ও দূতাবাসের কর্মীদের কাছে সংগ্রহ করা নজরদারি তথ্য নিয়মিত পাঠিয়ে থাকে।

আরও পড়ুন

ওপেনএআইয়ের নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে কোনো দেশের বা সংস্থার পক্ষে নজরদারি বা অনুমোদন ছাড়া পর্যবেক্ষণ করা নিষিদ্ধ। আর তাই চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর চীনবিরোধী আন্দোলনের তথ্য সংগ্রহ করায় অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সহজলভ্যতা বাড়ছে। তবে এআই মডেলগুলোও খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। চীন ইতিমধ্যে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচিতে বিপুল বিনিয়োগ করছে এবং দেশটির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর মতো দ্রুতগতিতে নিজস্ব উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালু করছে।

সূত্র: লাইভমিন্ট