গুগল সার্চে পরীক্ষামূলকভাবে চালু হলো এআই মোড, যে সুবিধা পাওয়া যাবে

গুগল সার্চে ব্যবহার করা যাবে এআই মোডরয়টার্স

সার্চ ইঞ্জিনকে আরও উন্নত ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে গুগল। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘এআই মোড’। এ সুবিধা চালুর ফলে প্রচলিত অনুসন্ধান পদ্ধতির পাশাপাশি চ্যাটবটের মতো আরও বিশদ ও বুদ্ধিদীপ্ত উত্তর জানা যাবে। প্রাথমিকভাবে শুধু গুগল ওয়ান এআই প্রিমিয়াম ব্যবহারকারীরা নতুন মোডটি ব্যবহার করতে পারবেন।

এআই মোড সুবিধা ল্যাবস বিভাগ থেকে চালু করে ব্যবহার করতে হবে। এআই মোডটি জেমিনি ২.০ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করায় ব্যবহারকারীরা প্রচলিত সার্চ ফলাফলের পরিবর্তে এআই দিয়ে তৈরি বিভিন্ন ফলাফল দেখতে পারবেন। প্রতিটি উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের লিংক থাকবে। ফলে ব্যবহারকারীরা চাইলে আরও বিশদ তথ্য জানতে পারেন।

আরও পড়ুন

নতুন এআই মোডটি মূলত এআই ওভারভিউ প্রযুক্তির পরবর্তী সংস্করণ। এ বিষয়ে গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন এক ব্লগ বার্তায় জানিয়েছেন, এআই মোড চালু থাকলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও জটিল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে পারবেন। পাশাপাশি অনুসন্ধানের ভিত্তিতে সহায়ক বিভিন্ন প্রশ্ন করতে পারবেন তারা। নতুন এই সুবিধা চালুর ফলে এআই ওভারভিউয়ের পরিধি আরও বাড়বে। ফলে ব্যবহারকারীরা সহজেই জটিল প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর জানার সুযোগ পাবেন।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, কিছু অনুসন্ধানের ক্ষেত্রে যদি এআই নির্ভরযোগ্য উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে প্রচলিত ওয়েব অনুসন্ধানের ফলাফলই দেখানো হবে। এ বিষয়ে গুগল এক ব্লগ বার্তায় জানিয়েছে, ‘আমাদের লক্ষ্য, যত বেশি সম্ভব এআই দিয়ে তৈরি উত্তর দেওয়া। তবে, যদি কোনো ক্ষেত্রে এআই যথেষ্ট সহায়ক বা নির্ভরযোগ্য না হয়, তাহলে প্রচলিত ওয়েব অনুসন্ধানের ফলাফলই দেখানো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে