ভারতের নির্বাচনী প্রচারে ডিপফেক অডিও-ভিডিও নিয়ে শঙ্কা

ভারতের নির্বাচন ঘিরে ডিপফেক অডিও-ভিডিও ব্যবহারের অভিযোগ উঠেছেরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও-ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ নামে পরিচিত। এসব অডিও-ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির নকল কণ্ঠস্বর ব্যবহার করার পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করায় অনেকেই বুঝতে পারেন না, এগুলো আসল, না নকল। এর ফলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি প্রতারণার ঘটনা ঘটছে। ভারতের লোকসভা নির্বাচন ঘিরেও ডিপফেক অডিও-ভিডিও এবং ভুল তথ্য ব্যবহারের অভিযোগ করেছেন বিশ্লেষকেরা। ভারতে গত ১৯ এপ্রিল সাধারণ নির্বাচন শুরু হয়েছে, চলবে ১ জুন পর্যন্ত।

ভারতের নির্বাচন কমিশন দেশটির চলমান লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক ভিডিওসহ ভুল তথ্য ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কমিশন জানিয়েছে, কোনো ডিপফেক ভিডিও বা অডিওর খোঁজ পাওয়া গেলে তিন ঘণ্টার মধ্যে তা সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সরিয়ে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর তথ্য বা বিকৃত কনটেন্ট তৈরির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কয়েক দিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন টুল, ডিপফেক ভিডিও নিয়ে ভারতের নির্বাচনী মাঠে উত্তাপ দেখা যাচ্ছে। এ বিষয়ে এক অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন আদেশ দেন দিল্লি হাইকোর্ট। সেই আদেশের পরেই ভারতের নির্বাচন কমিশন এসব পদক্ষেপ নিয়েছে।

অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির এক জরিপে দেখা গেছে, ভারতে ২২ শতাংশের মতো মানুষ কোনো না কোনো ডিপফেক ভিডিও দেখেছেন। নির্বাচনে ডিপফেক ভিডিওর প্রচার ও প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বছরের নভেম্বর মাসে মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আলোচনাও করেন। এরপর গত জানুয়ারি মাসে জানানো হয়, ডিপফেক ভিডিওর বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভারতে জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সূত্র: টেকক্রাঞ্চ

আরও পড়ুন