ডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই মডেল আনল ওপেনএআই

ওথ্রি মিনি এআই মডেল উন্মুক্ত করেছে ওপেনএআইওপেনএআই

গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। এবার ডিপসিক চ্যাটবটের লাগাম টেনে ধরতে নিজেদের তৈরি চ্যাটজিপিটি চ্যাটবটের জন্য ‘ওথ্রি মিনি’ নামের নতুন এআই মডেল উন্মুক্ত করেছে ওপেনএআই।

ওপেনএআইয়ের তথ্যমতে, ওথ্রি মিনি এআই মডেল যুক্তের ফলে চ্যাটজিপিটি চ্যাটবট আগের সংস্করণগুলোর তুলনায় ২৪ শতাংশ কম সময়ে যেকোনো প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানাতে পারবে। শুধু তা–ই নয়, নতুন মডেলটিতে বিভিন্ন চ্যালেঞ্জিং প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মডেলটি স্বচ্ছন্দে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের সুযোগ করে দেবে। চ্যাটজিপিটির সব সংস্করণ ব্যবহারকারীরা বিনা মূল্যে এসব সুবিধা পাবেন।

আরও পড়ুন

বাজার বিশ্লেষকদের মতে, ডিপসিক চ্যাটবটের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই চ্যাটবটকে পেছনে ফেলেছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন। আর তাই চ্যাটজিপিটি চ্যাটবটের হালনাগাদ মডেলটি বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন