জেমিনি চ্যাটবটে যুক্ত হচ্ছে সার্কেল টু সার্চের মতো সুবিধা

জেমিনি চ্যাটবটে নতুন সুবিধা যুক্ত হচ্ছেছবি: রয়টার্স

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দিতে সম্প্রতি ‘সার্কেল টু সার্চ’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত যেকোনো ছবি বা ভিডিওতে আঙুল দিয়ে ট্যাপ করলেই গুগল সার্চের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত ফলাফল জানা যায়। এবার নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতেও সার্কেল টু সার্চের মতো তথ্য খোঁজার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রামে জেমিনির একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ভিডিওতে স্ক্রিন শেয়ারিংয়ের মতো পরিচিত বেশ কয়েকটি সুবিধার পাশাপাশি সার্কেল সার্চ (ডিএফ) নামের একটি সুবিধা দেখা গেছে। প্রযুক্তিজগতে ‘ডিএফ’ শব্দটি ব্যবহার করা হয় অভ্যন্তরীণভাবে পরীক্ষাধীন কোনো প্রযুক্তির ক্ষেত্রে। সাধারণত প্রতিষ্ঠানের কর্মীরা চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে এসব ফিচার নিজেরা ব্যবহারের মাধ্যমে যাচাই করে থাকেন। ভিডিওটি ধারণ করেছেন গুগলের এক কর্মী।

সার্কেল টু সার্চ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা স্মার্টফোনের পর্দার যেকোনো ছবি আঙুল দিয়ে ট্যাপ করে সরাসরি জেমিনি চ্যাটবটের কাছে পাঠাতে পারবেন। অর্থাৎ বর্তমানের মতো আলাদা স্ক্রিনশট তুলে সংযুক্ত করতে হবে না। ফলে ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি সহজেই বিভিন্ন তথ্য জানতে পারবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস