ডিপসিকের পরপরই আলোচনায় চীনের কিমি এআই

চীনের মুনশটের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘কিমি কে১.৫’মুনশট

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। সম্প্রতি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মুক্তের পরপর বড় ধরনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রযুক্তি খাতে। ডিপসিক এআই মডেল নিয়ে উন্মাদনার মধ্যেই নজর কেড়েছে চীনের বেইজিংভিত্তিক স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) মুনশটের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘কিমি কে১.৫’। প্রতিষ্ঠানটি দাবি করছে, তাদের এআই মডেল ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেলের সমপর্যায়ের। কিছু কিছু ক্ষেত্রে আরও উন্নত।

মুনশট এআইয়ের তৈরি কিমি কে১.৫ হলো একটি মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এর ফলে বার্তা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে মডেলটি। রিইনফোর্সমেন্ট লার্নিং পদ্ধতিতে গড়ে তোলা এই মডেল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নিজ থেকেই উন্নত করতে সক্ষম। মুনশট এআই জানিয়েছে, কিমি কে১.৫ জটিল সমস্যার সমাধানে ধাপে ধাপে চিন্তা করে সমাধান দেয়। এই মডেল ১ লাখ ২৮ হাজার টোকেন পর্যন্ত দীর্ঘ প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। এর ফলে মাল্টিমোডাল ক্ষমতার অধিকারী এআই মডেলটির মাধ্যমে জটিল সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব।

আরও পড়ুন

কিমি কে১.৫ এআই মডেলটি এরই মধ্যে বিভিন্ন পরীক্ষায় ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর তুলনায় ভালো ফলাফল করেছে। গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে মডেলটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় বেশি নম্বর পেয়েছে। কোডিংয়ের ক্ষেত্রেও ভালো করেছে।

আরও পড়ুন

মুনশট এআই জানিয়েছে, এআই মডেল নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনায় কম খরচে কিমি কে১.৫ মডেল তৈরি করা হয়েছে। তবে এরই মধ্যে মডেলটি ‘চ্যাটজিপিটি ৪ও’ এবং ‘ক্লড ৩.৫ সনেট’ মডেলের তুলনায় ভালো ফলাফল করেছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা মডেলটির সক্ষমতা নিয়ে আশাবাদী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস