প্রোগ্রামিং প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে হারিয়ে মানুষের জয়
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গেছে? সম্প্রতি প্রযুক্তির দুনিয়ায় চলা এই প্রশ্নের এক প্রতীকী উত্তর মিলেছে। জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ২০২৫’–এ ওপেনএআইয়ের উন্নত এআই মডেলকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছেন পোল্যান্ডের প্রোগ্রামার প্রজেমিস্লাভ ডেবিয়াক।
অনলাইনে ‘সাইহো’ নামে পরিচিত ডেবিয়াক একসময় ওপেনএআইয়েরই কর্মী ছিলেন। এবার সেই প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলকে হারিয়ে তিনি শিরোনামে উঠে এসেছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস প্রতিবছর আমন্ত্রণ জানায় শীর্ষ ১২ প্রতিযোগীকে। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো মানুষের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।
১০ ঘণ্টাব্যাপী চলা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ‘হিউরিস্টিক কনটেস্ট’ বিভাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি জটিল অপ্টিমাইজেশন সমস্যার সমাধান করতে বলা হয়, যা মূলত ‘এনপি হার্ড’ শ্রেণির অন্তর্গত। অর্থাৎ এসব সমস্যার নির্ভুল সমাধান খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। সব প্রতিযোগীর জন্যই নির্ধারিত ছিল একই রকম হার্ডওয়্যার। চূড়ান্ত ফলাফলে ডেবিয়াকের তুলনায় এআই মডেলটি ৯ দশমিক ৫ শতাংশ নম্বর কম পেয়েছে। তবে ওপেনএআইয়ের এই মডেল অন্য ১০ শীর্ষ মানব প্রতিযোগীকে পেছনে ফেলেছে, যারা বছরজুড়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন।
ওপেনএআই প্রতিযোগিতার ফলাফলকে ইতিবাচকভাবে নিয়েছে। খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘অ্যাটকোডার হিউরিস্টিকস ওয়ার্ল্ড ফাইনালে আমাদের মডেল দ্বিতীয় হয়েছে! বিজয়ীকে অভিনন্দন।’ এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এক্সে লেখেন, ‘ভালো করেছ সাইহো।’
সূত্র: ইন্ডিয়া টুডে