স্পেসএক্স এক্সএআইতে ২০০ কোটি ডলার নতুন বিনিয়োগ

ইলন মাস্কছবি: রয়টার্স

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এক্সএআইতে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে বলে জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। যার ফলে এক্সআইএর বাজারমূল্য ১১ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে এক্সএআইয়ের চ্যাটবট গ্রোক স্টারলিংকের গ্রাহকদের সেবাকে শক্তিশালী করবে। গ্রোককে এই বিনিয়োগের মাধ্যমে টেসলার অপ্টিমাস রোবটের সঙ্গে একীভূত করা হচ্ছে। স্পেসএক্সের এক্সএআইয়ে বিনিয়োগের আগে স্টারশিপে ব্যাপক বিনিয়োগ করছে বলে জানা গেছে।

বড় কৌশলগত অগ্রগতির অংশ হিসেবে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স নিজেরই কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপে বিনিয়োগ করছে। এ বছরের শুরুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হয়। স্টারলিংক ও স্পেসএক্সের কক্ষপথে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি টেসলার অপ্টিমাস রোবট ও গ্রোকের চ্যাটবট ক্ষমতাকে ভূমিতে থাকা প্রযুক্তিকে বদলে দেবে। স্পেসএক্সের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ বলা হচ্ছে এ দুই বিলিয়ন ডলারকে।

ইলন মাস্ক আসলে ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই বিনিয়োগ করছেন বলে জানা গেছে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের জন্য নয়, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তিতে এআইয়ের উপস্থিতি এই বিনিয়োগের মাধ্যমে বাড়বে বলে আশা করা যায়।

মহাকাশ প্রতিষ্ঠান হিসেবে এআই প্রতিষ্ঠানে বিনিয়োগকে অনেক বিশ্লেষক অস্বাভাবিক একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। এর আগে ৫২৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল স্পেসএক্স। নতুন বিনিয়োগ এক্সএআইয়ের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া