বার্তা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম এআই মডেল আনল আলিবাবা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো হঠাৎ যেন নতুন এআই মডেল আনার প্রতিযোগিতা শুরু করেছে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের সাফল্যের পর এবার দেশটির সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাও ‘ওয়ান ২.১’ নামের নতুন এআই মডেল উন্মুক্ত করেছে। বার্তা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম এআই মডেলটি গবেষণা, শিক্ষা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
আলিবাবা জানিয়েছে, ‘ওয়ান ২.১’ এআই মডেলটি ওপেন সোর্স হওয়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকেরা নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। চারটি সংস্করণে বাজারে আসা এআই মডেলটি বার্তা বা ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি ও ভিডিও তৈরির পাশাপাশি তথ্যও বিশ্লেষণ করতে পারে। মডেলগুলো আলিবাবা ক্লাউডের ‘মডেলস্কোপ’ এবং এআই কমিউনিটি প্ল্যাটফর্ম ‘হাগিংফেস’–এ পাওয়া যাবে।
আলিবাবার দাবি, এআই মডেলটি অত্যন্ত বাস্তবসম্মত ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির পাশাপাশি একসঙ্গে একাধিক তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। আগামী তিন বছরে ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো শক্তিশালী করতে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে আলিবাবা।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ‘ওয়ান ২.১’ এআই মডেলটি প্রদর্শন করা হলেও সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস