কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী আনছে অ্যাপল

অ্যাপলরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে কাজ শুরু করেছে অ্যাপল। আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য নিজেদের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ইকোসিস্টেম পুনর্গঠনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মালবেরি’ কোড নামের এক প্রকল্পের আওতায় নিজেদের হেলথ অ্যাপের কার্যকারিতায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারীটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীটি যুক্ত করা হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী তৈরির মাধ্যমে ব্যবহারকারীর শারীরিক অবস্থা ও অভ্যাসের ওপর ভিত্তি করে স্বাস্থ্য পরামর্শ দেবে অ্যাপল। এ জন্য অ্যাপল ওয়াচ, আইফোন ও অন্যান্য যন্ত্র থেকে সংগৃহীত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তির মাধ্যমে এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য পরামর্শকদের তৈরি ভিডিও কনটেন্ট এবং প্রয়োজনীয় তথ্যও যুক্ত করা হবে।

অ্যাপলের নতুন এ উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, এআই-নির্ভর স্বাস্থ্যসেবাগুলো সাধারণত বিনা মূল্যে পাওয়া যায় না। ফলে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারীটি অর্থের বিনিময়ে ব্যবহার করতে হলে অবশ্যই কার্যকর ও নির্ভরযোগ্য হতে হবে।

সূত্র: নিউজ ১৮