হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল উদ্ধারে নতুন সুবিধা আনছে গুগল
ইউটিউব চ্যানেল খুলে এখন অনেকেই অর্থ আয় করেন। এমনকি ইউটিউব চ্যানেল খুলে অনেক নির্মাতা রীতিমতো তারকাও বনে গেছেন। আর তাই ইউটিউবে বাড়তি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ম্যালওয়্যারের মাধ্যমে ইউটিউব চ্যানেল হ্যাক করছে সাইবার অপরাধীরা। হ্যাক হওয়া চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভুয়া ভিডিও পোস্ট করে থাকে তারা। এ সমস্যা সমাধানে হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল উদ্ধারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ট্রাবলশুটিং’ টুল চালু করতে যাচ্ছে গুগল।
গুগলের তথ্য মতে, ট্রাবলশুটিং নামের টুলটি মূলত এআই চ্যাটবট। ইউটিউবের হেল্প সেন্টারে যুক্ত করা হবে চ্যাটবটটি। ফলে ব্যবহারকারীরা সহজেই চ্যাটবটটির মাধ্যমে নিজেদের হ্যাকড হওয়া চ্যানেল উদ্ধারের দিকনির্দেশনা জানতে পারবেন। ফলে কারও সাহায্য ছাড়াই দ্রুত হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল উদ্ধার করা যাবে। শুধু তা–ই নয়, হ্যাকড হওয়া চ্যানেলের কোনো কোনো পরিবর্তন আনা হয়েছে কী না তা-ও জানা যাবে।
চ্যাটবটটি কাজে লাগিয়ে চাইলে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন, দুই স্তরের নিরাপত্তা সুবিধা চালুর পাশাপাশি নিরাপত্তা সেটিংস নির্ধারণের দিকনির্দেশনাও জানা যাবে। প্রাথমিকভাবে চ্যাটবটটি শুধু ইংরেজি ভাষায় ব্যবহারের সুযোগ মিলবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর চ্যাটবটটির কার্যকারিতা পরখ করছে গুগল। শিগগিরই সব ইউটিউব চ্যানেল নির্মাতারা চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ভার্জ