ফটোশপে নতুন এআই মডেল, ছবি তৈরি ও সম্পাদনায় যেসব সুবিধা পাওয়া যাবে

‘ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন’ মডেল ব্যবহার করে দ্রুত কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি সম্পাদনা করা যাবেঅ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যম দিয়ে ছবি তৈরি ও সম্পাদনার নতুন মডেল চালু করতে যাচ্ছে ফটোশপ। এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীরা ফটোশপের ‘ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন’ মডেলটি ব্যবহার করে দ্রুত কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি সম্পাদনা করতে পারছেন। সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘অ্যাডোবি ম্যাক্স লন্ডন’ সম্মেলনে ফটোশপে ফায়ারফ্লাইয়ের নতুন ইমেজ মডেলে যুক্তের ঘোষণা দেয় ফটোশপের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি ইনকরপোরেটেড।

অ্যাডোবির ক্রিয়েটিভ প্রোডাক্ট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) অ্যাশলে স্টিল জানিয়েছেন, ফটোশপের নতুন এই মডেলের জেনারেটিভ ইমেজ সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই লিখিত প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন। হালনাগাদ প্রযুক্তির জেনারেটিভ ফিল টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি যোগ করার পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তনও করতে পারবেন। এ ছাড়া ছবি ইমপোর্ট করে ছবির বৈচিত্র্য আনতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি লিখিত প্রম্পট দিয়ে ছবির পটভূমি তৈরি করা যাবে। ফলে সহজেই ছবিতে নিজেদের কল্পনা অনুযায়ী পটভূমি যুক্ত করা যাবে।

আরও পড়ুন

অ্যাডোবির তথ্যমতে, ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন মডেল কাজে লাগিয়ে সম্পাদনা করা ছবিগুলো হবে নিখুঁত, ফলে সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। ছবি তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে ফায়ারফ্লাই ইমেজ থ্রি ফাউন্ডেশন মডেলটি। ফলে ছবিগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীন হতে হবে না।

উল্লেখ্য, লিখিত প্রম্পট থেকে ছবি বা পটভূমি তৈরির জন্য গত বছরের মার্চ মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সুবিধার ‘ফায়ারফ্লাই’ মডেল উন্মুক্ত করে অ্যাডোবি।

সূত্র: জেডডিনেট