ছবি দেখে ঘোড়ার রোগ শনাক্ত করছে এআই

ঘোড়ার চোখের রোগ শনাক্ত করতে সক্ষম এআই টুল তৈরি করেছেন বিজ্ঞানীরারয়টার্স

ছবি বিশ্লেষণ করে ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছেন দক্ষিণ জার্মানির এলএমইউ ইকুইন ক্লিনিকের বিজ্ঞানীরা। ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) ঘোড়ার একটি প্রদাহজনক চোখের রোগ। এই রোগের কারণে ঘোড়া ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। ফলে সুস্থ ঘোড়া দুর্বল হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর তাই এআই টুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানী আনা মে জানিয়েছেন, এআইকে ঘোড়ার রোগ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করা হয়েছে। এখন সেই এআই টুল ঘোড়ার ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) রোগ সঠিকভাবে শনাক্ত করতে পারে। গবেষণার অংশ হিসেবে ১৫০ জন প্রাণী চিকিৎসককে ৪৯টি ঘোড়ার সুস্থ আর অসুস্থ চোখের ছবি দেখানো হয়। একই ছবি এআই টুলের মাধ্যমেও বিশ্লেষণ করা হয়। এআই টুলের রোগ খোঁজার বিষয়ে ইকুইন ভেটেরিনারি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

চোখের রোগের কারণে অনেক ঘোড়ার কর্মক্ষমতা তরুণ বয়সেই কমে যায়। দ্রুত উপযুক্ত চিকিৎসা না হলে ধীরে ধীরে অন্ধও হয়ে যায়। বিজ্ঞানী আনা মে বলেন, গবেষণা চলাকালে ঘোড়ার ছবি দেখে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকেরা ৭৬ শতাংশ রোগ সন্ধান করতে পেরেছেন। অন্যদিকে এআই টুলটি ৯৩ শতাংশ রোগ শনাক্ত করেছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে ঘোড়ার রোগ শনাক্ত করা সম্ভব। এআই টুলটি অ্যাপভিত্তিক হওয়ায় ব্যবহার করা বেশ সহজ। ফলে স্মার্টফোনে এআই টুলটি ব্যবহার করে সহজেই যেকোনো ঘোড়ার চোখের রোগ শনাক্ত করা যাবে।

সূত্র: ফিজিস ডট অর্গ

আরও পড়ুন