শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে: ডেমিস হাসাবিস

গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিসরয়টার্স

কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতার বিভিন্ন ঝলক দেখা যাচ্ছে। আর তাই এ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। এআই প্রযুক্তি বিভিন্ন কাজ করার সক্ষমতা অর্জন করার মাধ্যমে ভবিষ্যতে মানুষের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। তবে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস যুক্তরাজ্যের কুইন্স কলেজে আয়োজিত এক সাক্ষাৎকারে শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের জন্য এআই নতুন সুযোগ তৈরি করবে। আগামী দশকে পরিবর্তনই হবে একমাত্র ধ্রুবক। আর তাই নতুন পরিবর্তন ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেমিস হাসাবিস বলেন, ‘আমি বিশেষ করে এআই নিয়ে কথা বলতে চাই। ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি), এআর (অগমেন্টেড রিয়েলিটি) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির বিষয়ে জানতে হবে। আগামী পাঁচ থেকে দশ বছরে এসব প্রযুক্তি আরও কার্যকর হয়ে উঠবে। যখনই কোনো পরিবর্তন আসবে, তখন বিশাল সুযোগ তৈরি হয়। আমি মনে করি, আমরা এমন একটি নতুন সময়ে প্রবেশ করতে যাচ্ছি। নব্বইয়ের দশকের যখন আমরা স্নাতক ডিগ্রি অর্জন করছিলাম, তখন ছিল আমাদের জন্য ইন্টারনেট, মোবাইল এবং গেমস। আপনাকে খুব বুদ্ধিমান হতে হবে ও সামনে আসা নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে।’

আরও পড়ুন

এআইয়ের যুগে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি শেখার জন্য বেশি সময় ব্যয় করার পরামর্শ দিয়েছেন ডেমিস হাসাবিস। তিনি জানান, স্নাতক ডিগ্রিধারী হিসেবে সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। ভালোভাবে শেখার জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। নতুন প্রযুক্তি কীভাবে দ্রুত গ্রহণ করা যায় ও তাতে পারদর্শী হওয়া যায়, তা জানতে হবে।

সূত্র: বিজনেস ইনসাইডার