দুর্বৃত্ত এআই মডেল তৈরির আশঙ্কা

এআই মানুষের জন্য হুমকি হয়ে ওঠার আশঙ্কা রয়েছেরয়টার্স

কল্পবিজ্ঞানে দেখা যায়, মানুষের ক্লোনিং হচ্ছে। এরপর ক্লোনিং করা মানুষ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে বিপদে পড়ছেন অনেকে। সাম্প্রতিক সময়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও নিজেকে ক্লোন করতে পারছে। এতে অদূর ভবিষ্যতে সিস্টেমের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিজের ক্লোন নিজেই করতে পারে। মেটা ও আলিবাবার তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ক্লোন করার ক্ষমতা অর্জন করেছে।

বিজ্ঞানীরা গবেষণার সময় দুটি নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে জানার জন্য শাটডাউন অ্যাভোয়ডেন্স ও চেইন অব রেপ্লিকেশন নামের দুটি পরিস্থিতি বিশ্লেষণ করেন। এ সময় যন্ত্র বন্ধ বা শাটডাউন করার সময় এআই মডেলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকার জন্য ব্যাকআপ তৈরি করতে দেখা গেছে। নিজে থেকে এআই মডেলের এমন পুনরুৎপাদন করার ক্ষমতা এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন

বিজ্ঞানীদের তথ্যমতে, মানুষের তত্ত্বাবধান ছাড়াই এআই বিকশিত হওয়ার সক্ষমতা মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমনকি ভবিষ্যতে দুর্বৃত্ত এআই তৈরির আশঙ্কাও রয়েছে। আর তাই এআইকে কঠোরভাবে নিয়ন্ত্রক ব্যবস্থার আওতায় আনার জন্য পরামর্শও দিয়েছেন তাঁরা।  

আরও পড়ুন

এআই প্রযুক্তি নিজে নিজে ক্লোনিং করার সময় বিভিন্ন বাধা অতিক্রম করার চেষ্টাও করতে পারে। এ সময় অনেক অপ্রত্যাশিত আচরণ প্রদর্শন করে এআই। নির্দিষ্ট পরিস্থিতিতে এআই বিভিন্ন যন্ত্রাংশের ত্রুটি মেরামতের জন্য নিজেই পুনরায় চালু হতে পারে। এআই মডেলের এমন আচরণ দেখে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা। এআইকে অনিয়ন্ত্রিত ক্লোন করা থেকে বিরত থাকার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

সূত্র: এনডিটিভি