হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করছে জেমিনি চ্যাটবট

অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে জেমিনি চ্যাটবটরয়টার্স

ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট। এমনকি ফোনে চালু থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আদান-প্রদান করা বিভিন্ন বার্তার তথ্যও সংগ্রহ করছে চ্যাটবটটি। সংরক্ষণ করা বার্তা বিশ্লেষণ করে ব্যবহারকারীদের উপযোগী উত্তর জানাতেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

গুগলের তথ্যমতে, জেমিনি চ্যাটবটে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ও ইউটিলিটিজ অ্যাপ ব্যবহার–সম্পর্কিত সহায়তা সুবিধা চালু হয়েছে। স্মার্টফোনে ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ সেটিংস বন্ধ থাকলেও নতুন সুবিধাগুলো চালু থাকবে। তবে সেটিংস বন্ধ থাকলে ব্যবহারকারীদের বার্তাগুলো ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা হবে। অর্থাৎ, জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি সুবিধা বন্ধ করলেও ব্যবহারকারীদের বার্তা তিন দিন পর্যন্ত সংরক্ষণ করবে জেমিনি চ্যাটবট।

নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনে থাকা বিভিন্ন অ্যাপের সংবেদনশীল তথ্য সংরক্ষণ করছে গুগল, যা গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তবে গুগলের দাবি, নতুন এ সুবিধা চালুর ফলে জেমিনি চ্যাটবট আগের তুলনায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো বার্তার উত্তর জেমিনির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লিখে পাঠানো যাবে।

জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি সুবিধা বন্ধের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে থাকা জেমিনি অ্যাপ চালু করে ওপরের ডান কোণে থাকা প্রোফাইল চিহ্নে ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করে টগল সুইচ বন্ধ করতে হবে।  

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস