আগামীকাল শুরু হচ্ছে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে হবে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনসংগৃহীত

সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন নতুন শিল্পবিপ্লবের ডাক দিচ্ছে। বর্তমানে যে দেশের কাছে যত বেশি তথ্য রয়েছে, সে দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের সুযোগ তত বেশি বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান জানান, ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশের জন্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে দেশ বিদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ নীতিনির্ধারকেরা অংশ নেবেন। ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও সাবেক মুখ্য সচিব মো.আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি থাকবেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। উদ্বোধনী ভাষণ দেবেন ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাসের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক লতিফুর খান।

সম্মেলনে কী-নোট ভাষণসহ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, কর্মশালা, প্যানেল আলোচনা ও পোস্টার প্রদর্শন করা হবে। সম্মেলনের প্রথম দিন স্যালফোর্ড ইউনিভার্সিটির গবেষক শিবকুমার পালাইয়ানাকোটে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতা নিয়ে একটি কর্মশালা পরিচালনা করবেন। সম্মেলনে গৃহীত গবেষণাপত্র স্প্রিঙ্গার কমিউনিকেশনস ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাময়িকীতে প্রকাশ করা হবে।

সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হবে। এরই মধ্যে সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে ২১৮টি গবেষণাপত্র জমা পড়েছে।