হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো বার্তা না পড়েই সারসংক্ষেপ জানা যাবে
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে ‘মেটা এআই’ চ্যাটবট। এর ফলে অন্যদের পাঠানো বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এ সুবিধা চালু হলে অন্যদের পাঠানো একাধিক বার্তা না পড়লেই চ্যাট অপশনে একটি বাটন দেখা যাবে। বাটনটিতে প্রেস করলে ‘প্রাইভেট প্রসেসিং’ নামের একটি সুরক্ষিত ব্যবস্থার মাধ্যমে বার্তার সারসংক্ষেপ তৈরি করে দেখাবে হোয়াটসঅ্যাপ। এই প্রক্রিয়ায় কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা মেটার সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হবে না। সবকিছু প্রক্রিয়াকরণ হবে ব্যবহারকারীর ডিভাইসেই।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এ সুবিধায় ব্যবহারকারীদের পরিচয় বা বার্তার বিষয়বস্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তা কোনোভাবে মেটা বা তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের কাছে সংরক্ষণ করা হবে না। ঐচ্ছিক এ সুবিধা চাইলে সেটিংস থেকে বন্ধ রাখতে পারবেন ব্যবহারকারী। পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বর্তমানে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
অন্যদের পাঠানো বার্তার সারসংক্ষেপ প্রদর্শনের পাশাপাশি আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। ‘রাইটিং হেল্প’ নামের সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা পাঠানো বার্তাকে স্বয়ংক্রিয়ভাবে আরও মার্জিত ও সংক্ষিপ্তভাবে লেখার সুযোগ পাবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস