এআই সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া, দাম কত

ডিজিটস এআই সুপারকম্পিউটার আকারে ছোট হওয়ায় সহজেই ব্যবহার করা যাবেএনভিডিয়া

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের উপযোগী, আকারে ছোট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া। ‘ডিজিটস’ নামের এই ব্যক্তিগত সুপারকম্পিউটারটি আকারে ছোট হওয়ায় ঘরে বা অফিসে সহজেই ব্যবহার করা যাবে। গতকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় সুপারকম্পিউটারটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। আগামী মে মাস থেকে বাজারে পাওয়া যাবে সুপারকম্পিউটারটি। ডিজিটসের দাম ধরা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার বা ৩ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলারের দাম ১২০ টাকা ধরে)।

এনভিডিয়ার তথ্যমতে, ডিজিটস মূলত গবেষক, ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে। এর সাহায্যে বড় মাপের ভাষাগত মডেল (ল্যাঙ্গুয়েজ মডেল) এবং জটিল এআই অ্যালগরিদম চালানো যাবে। বর্তমানে এসব কাজ করার জন্য ক্লাউডভিত্তিক সেবা বা অত্যাধুনিক বিশেষায়িত যন্ত্রের প্রয়োজন হয়। ডিজিটস এই সীমাবদ্ধতা পেরিয়ে সবার জন্য এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে।

আরও পড়ুন

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ডিজিটস উন্মোচন করে বলেন, ‘এআই এখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। মিডিয়াটেকের সঙ্গে যৌথভাবে তৈরি জিবি১০ সুপারচিপ ব্যবহার করা হয়েছে ডিজিটসে। এই এআই সুপারকম্পিউটারের মাধ্যমে ডেভেলপার, গবেষক ও শিক্ষার্থীরা তাঁদের সমস্যার সমাধানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।’

আরও পড়ুন

ডিজিটস আকারে ছোট, একটি বইয়ের সমান। কিন্তু এর কর্মক্ষমতা অসাধারণ। এতে ব্যবহৃত জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপটি এনভিডিয়া ও মিডিয়াটেক যৌথভাবে তৈরি করেছে। এতে ১২৮ গিগাবাইট ইউনিফায়েড মেমোরি এবং ৪ টেরাবাইট পর্যন্ত এনভিএমই স্টোরেজ রয়েছে। এগুলো বড় আকারের এআই ডেটা ও মডেল পরিচালনার জন্য উপযোগী।

ডিজিটস ২০০ বিলিয়ন প্যারামিটারবিশিষ্ট বড় ল্যাঙ্গুয়েজ মডেলও চালাতে সক্ষম। বর্তমানে এ ধরনের মডেল চালাতে অত্যন্ত ব্যয়বহুল ক্লাউড সেবার প্রয়োজন হয়। ডিজিটস সেই নির্ভরতা দূর করবে। শুধু তা–ই নয়, দুটি ডিজিটস একসঙ্গে সংযুক্ত করে ৪০৫ বিলিয়ন প্যারামিটারের মেটা লামা মডেলের মতো জটিল মডেলও সহজে চালানো যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে