ক্রোম ব্রাউজারে নতুন এআই টুল, যে সুবিধা পাওয়া যাবে
গত বছরের মে মাসে নিজেদের ‘আই/ও সম্মেলন’-এ ‘হেল্প মি রাইট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল আনার ঘোষণা দিয়েছিল গুগল। দীর্ঘদিন পরীক্ষা করার পর অবশেষে এআই টুলটি আনুষ্ঠানিকভাবে ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। টুলটির মাধ্যমে ক্রোম ব্রাউজারে চালু থাকা বিভিন্ন ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লেখার পাশাপাশি বিভিন্ন পণ্যের রিভিউ লেখা যাবে। এমনকি বিষয় উল্লেখ করে দিলে ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন অনলাইন জরিপে তথ্যও লিখে দেবে টুলটি।
গুগল জানিয়েছে, ‘হেল্প মি রাইট’ মূলত জেমিনিভিত্তিক জেনারেটিভ এআই টুল। টুলটি ক্রোম ব্রাউজারে চালু থাকা যেকোনো ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে জানাতে পারে। ফলে ওয়েবসাইট সম্পর্কে আগাম ধারণা পাবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, অনলাইনে কোনো পণ্যের রিভিউ লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন তথ্য তুলে ধরবে, ফলে সহজেই পণ্যটির রিভিউ লেখা যাবে।
ক্রোম ব্রাউজারের ‘এম ১২২ আপডেট’ সংস্করণে ‘হেল্প মি রাইট’ টুলটি ব্যবহার করা যাবে। এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে প্রবেশ করে ‘এক্সপেরিমেন্টাল এআই’ বিভাগ চালু করতে হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী উইন্ডোজ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা টুলটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন ফোনের জন্যও টুলটি উন্মুক্ত করা হবে।
এআই টুলটির বিভিন্ন সুবিধা প্রতারকেরা অপব্যবহার করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সহজেই বিভিন্ন পণ্য বা প্রযুক্তির রিভিউ লেখার সুযোগ থাকায় টুলটির মাধ্যমে ভুয়া রিভিউ লিখতে পারে প্রতারকেরা। এর কারণে অন্য ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন কেনাকাটায় প্রতারিত হতে পারেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ