ইউটিউব ভিডিও না দেখে জানা যাবে গুরুত্বপূর্ণ তথ্য

ইউটিউবআনস্প্ল্যাশ

শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অনেকেই নিয়মিত ইউটিউব ব্যবহার করে থাকেন। তবে ভিডিওর আকার বড় হলে ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিও দেখতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। এ সমস্যার সমাধান দিতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট হালনাগাদ করেছে গুগল। ‘জেমিনি ২.০ আপডেটস’ নামের সংস্করণটি ব্যবহারকারীদের নির্দেশমতো নির্দিষ্ট ইউটিউব ভিডিও দেখে স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারে।

গুগলের তথ্যমতে, জেমিনি চ্যাটবটের হালনাগাদ সংস্করণটি ব্যবহার করে এখন ব্যবহারকারীরা ইউটিউব ভিডিও না দেখেই সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। অর্থাৎ ইউটিউব ভিডিও চালু না করেই সেই ভিডিওর নির্দিষ্ট কোনো বিষয় বা খুঁটিনাটি সব তথ্য জানার সুযোগ মিলবে।

আরও পড়ুন

জেমিনি চ্যাটবটের মাধ্যমে ইউটিউব ভিডিওর বিষয়বস্তু জানার জন্য অবশ্যই ‘২.০ ফ্ল্যাশ থিঙ্কিং এক্সপেরিমেন্ট উইথ অপশন’ চালু করতে হবে। এরপর কোন কোন বিষয় জানাতে হবে, তা নির্দিষ্ট করে ইউটিউবে থাকা নির্দিষ্ট ভিডিওর লিংক উল্লেখ করতে হবে। ব্যবহারকারীর নির্দেশ পাওয়ার পর ভিডিওতে থাকা সব তথ্য বিশ্লেষণ করে ফলাফল দেখাবে জেমিনি চ্যাটবট। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

সূত্র: টেক রাডার

আরও পড়ুন