গুগল ডকসে যুক্ত হচ্ছে এআই পডকাস্ট সুবিধা

গুগল ডকসস্ক্রিনশট

গুগল ডকসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পডকাস্ট সুবিধা। সুবিধাটি চালু হলে গুগল ডকসে থাকা যেকোনো লেখার উল্লেখযোগ্য অংশ অডিও আকারে শোনা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত পডকাস্ট প্রচার করতে পারবেন।

সম্প্রতি গুগল তাদের ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনের জন্য একাধিক নতুন জেমিনি ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব ফিচারের অন্যতম আকর্ষণ এই এআই পডকাস্ট। গুগল ডকস থেকে যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে সুবিধাটি। বর্তমানে এ সুবিধা গুগলের এলএম নামের গবেষণা সহায়ক টুল ও জেমিনি অ্যাপে ফাইল আপলোডের মাধ্যমে সীমিতভাবে পাওয়া যায়। এবার এ সুবিধা গুগল ডকসের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে।

আরও পড়ুন

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই পডকাস্ট সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের লেখার মূল তথ্য এআই কণ্ঠে শুনতে পারবেন। চাইলে পুরো লেখাটি শোনা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

এআই পডকাস্টের পাশাপাশি গুগল ডকসে ‘হেল্প মি রিফাইন’ নামের আরও একটি সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি গুগল ডকসে থাকা যেকোনো লেখার শব্দচয়ন, বাক্যগঠন, গঠনশৈলীসহ মান উন্নয়নের নির্দেশনা দেবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: দ্য ভার্জ