টেলিভিশনেও যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কো-পাইলট চ্যাটবট, যে সুবিধা পাওয়া যাবে

কো-পাইলট চ্যাটবট ব্যবহার করা যাবে টেলিভিশনেপেক্সেলস

স্মার্টফোন ও কম্পিউটারের পাশাপাশি এবার টেলিভিশনেও যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কো-পাইলট চ্যাটবট। প্রাথমিকভাবে এলজি ও স্যামসাংয়ের তৈরি হালনাগাদ প্রযুক্তির স্মার্ট টিভিতে ব্যবহার করা যাবে চ্যাটবটটি। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হতে যাওয়া সিইএস মেলায় দেখা মিলবে কো-পাইলট চ্যাটবটযুক্ত টেলিভিশনগুলোর।

মাইক্রোসফটের কো-পাইলট চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হওয়ায় সহকারীর মতো কাজ করতে পারে। তাই কো-পাইলটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি সহজেই বিভিন্ন কাজ করা সম্ভব। টেলিভিশনে এ চ্যাটবটটি যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান দেখার পাশাপাশি অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি ৪’ প্রযুক্তিতে চলা কো-পাইলট কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারকারীদের নির্দেশমতো বিভিন্ন কাজ করতে পারে। তাই কো-পাইলটের মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানার পাশাপাশি সহজেই যেকোনো বার্তা লেখাসহ বিভিন্ন কাজ করা যায়।

সূত্র: দ্য ভার্জ