নতুন রূপে মেটা এআই, যে সুবিধা পাওয়া যাবে
এত দিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘মেটা এআই’–এর অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। অ্যাপ চালুর ফলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ছাড়াও যেকোনো কাজে ব্যবহার করা যাবে ভার্চ্যুয়াল সহকারী সেবাটি। এর মাধ্যমে মেটা এআই ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মেটার তথ্যমতে, মেটা এআই অ্যাপ ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট–সংশ্লিষ্ট তথ্য, ব্যবহারের ধরন ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ও ব্যক্তিকেন্দ্রিক উত্তর জানাতে পারে। মেটার সর্বশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘এললামা ৪’ কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি। এললামা ৪ আগের সংস্করণের তুলনায় বেশ দক্ষ, একাধিক ভাষায় কাজ করার পাশাপাশি জটিল প্রশ্নের উত্তর যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে পারে।
মেটা এআই অ্যাপ মেটার স্মার্ট এআইচালিত চশমাতেও ব্যবহার করা যাবে। এর ফলে অ্যাপটি মেটার এআই প্রযুক্তি ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করবে। তাই নতুন এ উদ্যোগ মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি খাতে অবস্থান শক্ত করার কৌশলের অংশ বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া মেটা এআই মূলত ভার্চ্যুয়াল সহকারী, যা লার্জ ল্যাংগুয়েজ মডেলের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, জটিল তথ্য বিশ্লেষণ ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
সূত্র: সিএনএন