চ্যাটজিপিটিতে কেনাকাটার সুবিধায় কমিশন নেবে ওপেনএআই

চ্যাটজিপিটির কেনাকাটা সুবিধায় কমিশন যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআইছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির কেনাকাটা–সংক্রান্ত সুবিধায় কমিশন যুক্ত করার পরিকল্পনা করছে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই। প্রতিষ্ঠানটি অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে নতুন রাজস্ব উৎস তৈরির চেষ্টা করছে বলে জানা গেছে।

বর্তমানে চ্যাটজিপিটিতে যেসব পণ্যের তথ্য দেখানো হয়, সেগুলোর সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করলে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের ওয়েবসাইটে চলে যান। তবে নতুন পরিকল্পনায় ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতরেই লেনদেন সম্পন্ন করতে পারবেন। এ জন্য মাধ্যমটিতে সরাসরি চেকআউটের ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআই।

চলতি বছরের এপ্রিলে ওপেনএআই অনলাইন পেমেন্ট কোম্পানি শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্ব করে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবিত নতুন মডেলের আওতায় চ্যাটজিপিটিতে পণ্যের অর্ডার নেওয়া ও প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট বিক্রেতাকে ওপেনএআইকে কমিশন দিতে হবে। শপিফাইয়ের চেকআউট প্রযুক্তি এরই মধ্যে টিকটকের মতো অন্যান্য অনলাইন মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। তাই এটি ওপেনএআইয়ের ই–কমার্স পরিকল্পনার জন্য কার্যকর সমাধান হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বর্তমান আয়ের মূল উৎস হলো চ্যাটজিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তবে নতুন এই উদ্যোগের মাধ্যমে তারা চ্যাটজিপিটির বিনা মূল্যের ব্যবহারকারীদের থেকেও আয় করার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্য দাঁড়ানো ওপেনএআই এখনো লাভজনক অবস্থানে পৌঁছায়নি। তাই ই–কমার্সে প্রবেশ তাদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেকে এখন পণ্য খোঁজার জন্য গুগল সার্চের বদলে এআই চ্যাটবট ব্যবহার করছেন। এ কারণে ওপেনএআইয়ের নতুন সুবিধা গুগলের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায়িক মডেলের জন্য হুমকি হতে পারে। যদিও এই সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তবে ওপেনএআই ও শপিফাই একসঙ্গে কিছু ব্র্যান্ডের কাছে প্রাথমিক সংস্করণ উপস্থাপন করেছে এবং আর্থিক শর্তাবলি নিয়ে আলোচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে