অ্যাপলের নিন্দায় মার্ক জাকারবার্গ, কেন
প্রযুক্তি দুনিয়ায় অনেক চমক এসেছে অ্যাপলের হাত ধরে। কিন্তু হঠাৎ করেই বিশ্বের শীর্ষ এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ চটেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্প্রতি জো রোগান পডকাস্ট নামে পরিচিত এক পডকাস্টে প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের বিষয়ে অ্যাপলের নিন্দা করেছেন তিনি। অ্যাপল দীর্ঘদিন দুর্দান্ত কিছু আবিষ্কার করেনি বলেও জানিয়েছেন জাকারবার্গ।
শুধু উদ্ভাবনই নয়, তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য অ্যাপলের নীতিরও সমালোচনা করেছেন জাকারবার্গ। তাঁর ভাষ্যে, আইফোন সম্ভবত সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি। তবে স্টিভ জবস আইফোন তৈরির পর অ্যাপল ২০ বছর ধরে আইফোনের ওপরই নির্ভরশীল রয়েছে।
আইফোন বিক্রির পরিমাণ কমছে উল্লেখ করে জাকারবার্গ অভিযোগ করেন, অ্যাপল অন্যদের চাপ দিয়ে টাকা আয় করতে চায়। অ্যাপ ডেভেলপারদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য বর্তমানে অ্যাপল ৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে। জাকারবার্গ মনে করেন, তৃতীয় পক্ষের প্লাগ-ইন ব্যবহারে সমস্যার কারণে আইফোনের বিক্রি কমে যাচ্ছে।
জাকারবার্গের মতে, অ্যাপল এয়ারপডের মতো প্রযুক্তিপণ্য তৈরি করে থাকে, যা একটি দুর্দান্ত উদ্ভাবন। যদিও আইফোনের সঙ্গে অন্য যন্ত্র যুক্ত করার ক্ষমতা একেবারেই বন্ধ করে দিয়েছে অ্যাপল। আর এ কারণেই মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস সহজে আইফোনে যুক্ত করা যায় না।
সূত্র: ফরচুন