কম্পিউটারের পর্দায় ছবি আসতে অনেক সময় লাগে

প্রশ্ন :

কম্পিউটার চালুর পর পর্দায় ছবি আসতে অনেক সময় লাগে। কী করব?

সমাধান: Control Panel/Windows update/System update–এ প্রবেশ করে জেন নিন আপনি কোন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। যদি পুরোনো হয়, তবে দ্রুত হালনাগাদ উইন্ডোজ ব্যবহার করতে হবে। প্রয়োজনে কম্পিউটারে থাকা *.tmp বা *.temp ফাইল মুছে ফেলে কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হবে। এ জন্য Window + R চেপে %temp% লিখলেই একটি উইন্ডো দেখা যাবে। এখানে Continue নির্বাচন করে সব ফাইল মুছে দিতে হবে। যেসব ফাইল ডিলিট হবে না সেগুলো skip করতে হবে। এবার C:\ ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার জন্য Disk clean অপশনে যান। এবার temporary, dump, error ফাইল নির্বাচন করে Clean up system files থেকে টেম্প ফাইলগুলো মুছে ফেলতে হবে। উত্তর দিয়েছেন জাহিদ হাসান, সিস্টেম প্রকৌশলী