দেশের বাজারে বিএমডব্লিউর বৈদ্যুতিক গাড়ি, দাম কত জানেন?

বিএমডব্লিউ আইএক্সথ্রি এম ম্পোর্ট ২০২৩প্রথম আলো

বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো বিএমডব্লিউর বৈদ্যুতিক গাড়ি এনেছে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। ‘বিএমডব্লিউ আইএক্সথ্রি এম ম্পোর্ট ২০২৩’ মডেলের গাড়িটি এক চার্জে সর্বোচ্চ ৫২০ কিলোমিটার পথ চলতে পারে। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউর অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে স্পোর্টস অ্যাকটিভিটি ভেহিকেল (এসএভি) ক্যাটাগরির বৈদ্যুতিক গাড়িটি উন্মুক্ত করা হয়। গাড়িটির সামনের গ্রিলে ‘আই’ লোগো ব্যবহার করা হয়েছে, যা দেখেই বোঝা যাবে গাড়িটি বৈদ্যুতিক। গাড়ির ডান পাশে রয়েছে এম স্পোর্ট লোগো।

২১০ কিলোওয়াট অশ্বশক্তিসম্পন্ন বৈদ্যুতিক মোটরটি ৪০০ নিউটন মিটার (এনএম) পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। পেছনের চাকার শক্তিতে চলা গাড়িটি ৬.৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তোলার পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে।

বিএমডব্লিউর বৈদ্যুতিক গাড়ির উন্মোচন অনুষ্ঠানে কর্মকর্তরা
সংগৃহীত

গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪ হাজার ৭৩৪, ১ হাজার ৮৯১ ও ১ হাজার ৬৬৮ মিলিমিটার। ওজন ২ হাজার ২৩৫ কেজি। ভূমি থেকে গাড়িটির উচ্চতা ১৭৯ মিলিমিটার এবং এটি মাত্র ১২১ মিলিমিটার জায়গায় ঘোরানো যায়। এম স্পোর্ট ক্যাটাগরির বৈদ্যুতিক এ গাড়িতে ৮০ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে ১০০ কিলোমিটার পথ চলতে আইএক্সথ্রি ১৭.৫ কিলোওয়াট শক্তি খরচ হয়। গাড়িটির সঙ্গে ১৫০ কিলোওয়াট চার্জার থাকায় মাত্র ৩০ মিনিটে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। তবে বাসায় ব্যবহৃত সাধারণ চার্জারের মাধ্যমে ৬ থেকে ৭ ঘণ্টা এবং ওয়াল চার্জারের মাধ্যমে ৬ ঘণ্টায় ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।

গাড়িটির সামনের নকশায় ২০২২ মডেল থেকে বেশ নতুনত্ব আনা হয়েছে। অ্যাডাপটিভ মেট্রিকস এলইডি হেডলাইট, সাসপেনশন, পাওয়ার টেইলগেটসহ হিডসআপ ডিসপ্লে সুবিধার গাড়িটির ভেতরও বেশ আকর্ষণীয়। ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, তারহীন অ্যাপল এবং অ্যান্ড্রয়েড অটো সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, গেসচার কন্ট্রোল, অ্যামবিয়েন্ট ইন্টেরিয়র লাইটিং, প্যানারোমিক সানরুফ, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম (টিপিএমএস), ভয়েস কমান্ড ও ১৬টি হারমান/কারডনের সারাউন্ড সাউন্ড সিস্টেম থাকায় গাড়িটিতে স্বচ্ছন্দে ভ্রমণ করা সম্ভব।

নিরাপত্তার জন্য গাড়িটিতে স্বয়ংক্রিয় জরুরি ব্রেক সিস্টেম, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ডস্পট মনিটরিং, লেইন-কিপ অ্যাসিস্ট, ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, স্পিড লিমিট অ্যাসিস্ট, সারাউন্ড থ্রিডি ভিউসহ ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সামনে ও পেছনে পার্কিং সেন্সরসহ বেশ কিছু সুবিধা রয়েছে। অ্যান-ক্যাপ ও ইউরো অ্যানক্যাপে ফাইভ স্টার রেটিং গাড়িটিতে আরও রয়েছে ৫১০ লিটারের বুট স্পেস। ফলে সহজেই চার থেকে পাঁচটি লাগেজ বহন করা যাবে।

পাঁচ আসনবিশিষ্ট বিএমডব্লিউ আইএক্সথ্রি ২০২৩ বিষয়ে এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পরিচালক (অপারেশন) আশিক উন নবী বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে বিএমডব্লিউর বৈদ্যুতিক গাড়িটি বাংলাদেশে আনতে পেরে আমরা আনন্দিত। পরিবেশবান্ধব এ গাড়ি গাড়িপ্রেমীদের চাহিদা পূরণ করার পাশাপাশি স্বচ্ছন্দে দূরে ভ্রমণের সুযোগ দেবে। গাড়িটির সঙ্গে আমরা পোর্টেবল চার্জারের (টিকল কেব্‌ল) পাশাপাশি গ্রাহকদের বাসায় বা অফিসে ওয়াল চার্জার স্থাপন করে দেব। ফলে মোবাইল চার্জের মতো চার্জ করে ৭ থেকে ৮ দিন গাড়িটি ব্যবহার করা যাবে। গ্রাহকদের সুবিধায় দেশের ১৬টি পয়েন্টে বিএমডব্লিউ স্ট্যান্ডার্ড চার্জিং স্টেশন স্থাপন করবে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।’

এক গাড়িতে যেমন সব সুযোগ-সুবিধা পাওয়া যায় না, তেমনি এ গাড়িতেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। গাড়িটিতে কোনো স্বয়ংক্রিয় পাদানি নেই। বিএমডব্লিউর অন্য গাড়িগুলো অল হুইল ড্রাইভ হলেও এ গাড়ি রিয়ার হুইল ড্রাইভে চলে। সাধারণ এক্স থ্রি মডেলের তুলনায় গাড়িটির বুট স্পেসের আকার একটু ছোট। বিএমডব্লিউ আইএক্সথ্রি এম স্পোর্ট ২০২৩ মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা। গাড়ির ব্যাটারিতে ৮ বছর, বাম্পার থেকে বাম্পার ২ বছরসহ অন্যান্য যন্ত্রাংশে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।