দেশে এল চেরির জ্বালানি সাশ্রয়ী গাড়ি

চেরি এসইউভিসংগৃহীত

৬.৮ লিটার জ্বালানিতে ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম চেরি টিগ্গো ৮ প্রো মডেলের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি সার্ভিস ভেহিকেল) দেশে এনেছে চেরি অটোমোবাইল। চালুর ৮.৯ সেকেন্ডের মধ্যেই ১০০ কিলোমিটার গতিতে পথ চলতে সক্ষম এ গাড়িতে ১.৬ টিজিডিআই ইঞ্জিন ব্যবহার করায় স্বাচ্ছন্দ্যে পথ চলা যাবে।

গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে চেরি অটোমোবাইল। যাত্রা শুরুর পরপরই নিজেদের তৈরি চেরি টিগ্গো ৮ প্রো মডেলের এসইউভি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে জানানো হয়, ২৫ বছরের বেশি সময় ধরে ৮০টির বেশি গাড়ি রপ্তানি করছে চেরি অটোমোবাইল। গাড়ির নকশা ও প্রযুক্তির উন্নয়নে ২০১২ সালে জাগুয়ার ল্যান্ড রোভার গ্রুপের সঙ্গে চুক্তিও করেছে চীনের এই মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে বাংলাদেশে টিগগো ৪ প্রো ও ফ্ল্যাগশিপ মডেল টিগগো ৮ প্রো মডেলের দুটি গাড়ি বাজারজাত করবে চেরি অটোমোবাইল। গাড়িগুলোতে ১ লাখ কিলোমিটার পর্যন্ত বা ৫ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে নিয়মিত হালনাগাদ মডেলের হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি বাজারজাতও করবে প্রতিষ্ঠানটি।