ক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার পর চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে ওয়েমো

ওয়েমোর চালকবিহীন গাড়িওয়েমো

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরে কয়েক মিনিটের ব্যবধানে দুর্ঘটনার কবলে পড়েছিল অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো প্রতিষ্ঠানের দুটি চালকবিহীন গাড়ি। একই ট্রাকের সঙ্গে পরপর সংঘর্ষ ঘটলেও গাড়িগুলোর ভেতরে কোনো যাত্রী না থাকায় সে সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে কাজ শুরু করে ওয়েমো। কিন্তু প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও দুর্ঘটনার কারণ জানায়নি প্রতিষ্ঠানটি। এমনকি রাস্তায় নিয়মিত চলাচলও করেছে ওয়েমোর চালকবিহীন গাড়িগুলো। এ অবস্থায় গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে হঠাৎ করেই ওয়েমোর চালকবিহীন একটি গাড়ি ভাঙচুর করার পর আগুন দেয় ক্ষুব্ধ জনতা। এরপরই টনক নড়েছে ওয়েমোর। গাড়িতে আগুন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি চালকবিহীন সব গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি ভাঙচুর করার পর আগুন দেয় ক্ষুব্ধ জনতা
রয়টার্স

গাড়িতে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ না করে এক ব্লগ বার্তায় ওয়েমো জানিয়েছে, গত ডিসেম্বরে অ্যারিজোনার ফিনিক্সে একটি ট্রাক বিকল পিকআপ নিয়ে যাচ্ছিল। সে সময় ওয়েমোর দুটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ক্যামেরা সেন্সরের ভুলের কারণে কয়েক মিনিটের ব্যবধানে ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ধরনের দুর্ঘটনা বিরল ঘটনা। আর তাই সফটওয়্যার হালনাগাদের জন্য ওয়েমো গাড়িগুলো ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, দুর্ঘটনার আগে ওয়েমো দাবি করেছিল, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় মনুষ্যচালিত গাড়ি থেকেও ওয়েমোর চালকবিহীন গাড়ি অনেক বেশি নিরাপদ।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পথচারীদের আহত করার ঘটনার জেরে নিজেদের তৈরি ৯৫০টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নেয় জেনারেল মোটরসের মালিকানাধীন ক্রুজ।

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন