অ্যান্ড্রয়েড অটো অ্যাপে যুক্ত হচ্ছে মাইক্রোসফট টিমস

অ্যান্ড্রয়েড অটোছবি: গুগল

অ্যান্ড্রয়েড অটো অ্যাপের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোন থেকেই গাড়িতে গান শোনার পাশাপাশি পথের দিকনির্দেশনাও দেখা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন। এবার অ্যান্ড্রয়েড অটো অ্যাপে ভিডিও সম্মেলন করার সফটওয়্যার ‘মাইক্রোসফট টিমস’ যুক্ত হচ্ছে। এ সুবিধা চালু হলে গাড়ি চালানোর সময়ই মাইক্রোসফট টিমসের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করার সুযোগ মিলবে।

মাইক্রোসফট জানিয়েছে, গাড়িচালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড অটো অ্যাপের জন্য শুধু মাইক্রোসফট টিমসের অডিও সুবিধা যোগ করা হবে। এর ফলে অনলাইন বৈঠকে অংশ নিলেও অন্যদের ছবি দেখা যাবে না। শুধু তা–ই নয়, বৈঠকে অংশগ্রহণকারীরাও চালকের চেহারা দেখতে পারবেন না। এর ফলে গাড়ি চালানোর সময় চালকের মনোযোগে সমস্যা হবে না।

ফেব্রুয়ারি মাস থেকেই অ্যান্ড্রয়েড অটো অ্যাপে মাইক্রোসফট টিমস সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এ জন্য মাইক্রোসফট টিমসের নতুন সংস্করণও উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অ্যান্ড্রয়েড অটোতে আবহাওয়ার অ্যাপসহ প্রাইম ভিডিও দেখার সুযোগ যোগ করা হয়েছে। মাইক্রোসফট টিমস ব্যবহারের সুযোগ চালু হলে অ্যান্ড্রয়েড অটোর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ