ছুটির দিনে জমজমাট ঢাকা মোটর শো

পছন্দের গাড়ি পরখ করছেন এক ক্রেতাসংগৃহীত

ছুটির দিনে জমে উঠেছে ঢাকা মোটর শোর ১৬তম আসর। আজ শুক্রবার প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকে গাড়িপ্রেমীরা আসছেন পছন্দের মোটরসাইকেল বা গাড়ি দেখতে। পছন্দের বাহনের খুঁটিনাটি তথ্য জানার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হালনাগাদ মডেলের মোটরসাইকেল বা গাড়ির সঙ্গে সেলফিও তুলছেন অনেকে।

ঢাকা মোটর শোতে নতুন গাড়ি দেখানো হচ্ছে
সংগৃহীত

মোটর শোতে টাটা মোটরস নিজেদের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির স্টলে বেশ ভিড়ও দেখা গেছে। সুজুকি দিচ্ছে আনলিমিটেড ফান অফার। এই অফারে রয়েছে ফ্রি সার্ভিস ক্যাম্প, স্টান্ট শো, টেস্ট রাইড, ডিজে শোসহ নানা আয়োজন। সুজুকি এক্সপেরিয়েন্স জোনে মোটরসাইকেলচালকদের জন্য বিনা মূল্যে মেরামতের সুবিধাও মিলছে।

চারটি ভিন্ন মডেলের গাড়ি নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে হ্যাভেল। চারটির মধ্যে দুটি গাড়িই প্রদর্শনীর প্রথম দিন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া মোটর শোতে পাওয়ার পিকআপ এবং ননহাইব্রিড জলিওন মডেলের গাড়ি প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা মোটর শোতে স্টান্ট শো দেখার সুযোগ মিলছে
সংগৃহীত

মোটরসাইকেল ও স্কুটি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজের স্থানীয় পরিবেশক উত্তরা মোটরস ১০টি মডেলের মোটরসাইকেল নিয়ে হাজির হয়েছে ঢাকা মোটর শোতে। মডেলগুলো হলো পালসার এনওয়ান ৬০, পালসার ওয়ান ফিফটি এসডি, পালসার ওয়ান ফিফটি টিডি, পালসার ওয়ান ফিফটি টিডি এবিএস, সিটি ১০০, ডিসকভার ১১০, ডিসকভার ১২৫, প্লাটিনাম ১০ ডিইএস, প্লাটিনাম ১১০ এইচ এবং এভেন্জার স্টিট ১৬০। রমজান সামনে রেখে প্রতিটি মোটরসাইকেলেই তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ঢাকা মোটর শো চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।