দেশের বাজারে সুজুকির নতুন এসইউভি

সুজুকি গ্র্যান্ড ভিটারাসুজুকি

দেশে ‘সুজুকি গ্র্যান্ড ভিটারা মডেলের নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) গাড়ি এনেছে উত্তরা মোটরস লিমিটেড। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের উত্তরা সেন্টারে অবস্থিত সুজুকি শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শনের পাশাপাশি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, দেশে এসইউভি গাড়ির চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সুজুকি গ্র্যান্ড ভিটারা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হওয়ায় সহজেই ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে।  

অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট হাইব্রিড প্রযুক্তির সুজুকি গ্র্যান্ড ভিটারায় কে সিরিজের ১৫০০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্যাডল শিফ্টারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, স্টিয়ারিং মাউন্ট নিয়ন্ত্রিত অডিও, ব্লুটুথ, ক্রুজ কন্ট্রোল সুবিধার পাশাপাশি অ্যাপল কার প্লে এবং স্মার্টপ্লে প্রো প্রযুক্তিও রয়েছে।

৯টি আলাদা রঙে বাজারে আসা গাড়িটিতে স্পর্শনির্ভর ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, ৬টি এয়ার ব্যাগসহ বিভিন্ন সুবিধা থাকায় স্বচ্ছন্দে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। সর্বনিম্ন ৪৭ লাখ টাকা দামের গাড়িটি কিনলে ৩ বছর অথবা ৫৫ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং ৪ বছর পর্যন্ত বিনা মূল্যে সেবা পাওয়া যাবে।